পুরুলিয়ার বুকে একেবারে বিলাশবহুল ফাইভ স্টার রিসর্ট!একবার টাকা জমিয়ে চলেই যান
পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে অন্যতম জেলা পুরুলিয়া। লাল মাটির এই জেলাতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে। ঋতু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে এই জেলার রূপ পরিবর্তন হয়। এক একটি ঋতুতে এক এক রকম রূপ দেখতে পাওয়া যায় এই জেলার। তাই যে কোনও ঋতুতেই পুরুলিয়া প্ল্যান করে থাকেন পর্যটকেরা।(শর্মিষ্ঠা ব্যানার্জি) কারণ সুন্দরী অযোধ্যার রূপ সর্বদাই পরিবর্তন হতে থাকে। আর তাই বর্ষার এই মরশুমেও পর্যটকদের ঢল নামে অযোধ্যা পাহাড়ে। এই সময় অনেকেই পুরুলিয়া প্ল্যান করে থাকেন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একাধিক হোটেল , হোমস্টে, টেন্ট , মাড হাউস থাকলেও বিলাসবহুল থাকার ব্যবস্থা খুব বেশি নেই। হাতে-গোনা এক দুটি বিলাসবহুল হোটেল ও রিসোর্ট রয়েছে। তারই মধ্যে অন্যতম অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি বেসরকারি রিসোর্ট। এই রিসোর্ট কোনও অংশই কলকাতা বা বিলাসবহুল কোন শহরের রিসোর্ট এর তুলনায় কম নয়। কি নেই এখানে। সুইমিং পুল , ইনডোর- আউটডোর গেম , স্পা , স্যালন , বোটিং , দেশী-বিদেশি খাবারের ব্যবস্থা সহ একাধিক রাজকীয় আয়োজন। তাই এই রিসোর্টে শুধু কলকাতা নয় পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকেও পর্যটকেরা আসেন। আর এই বর্ষার মরশুমে পর্যটকদের জন্য একাধিক আয়োজন করা হয়েছে এই রিসোর্ট এর পক্ষ থেকে। এ বিষয়ে ওই বেসরকারি রিসোর্টের জেনারেল ম্যানেজার সুদীপ্ত কুমার বলেন , এই বর্ষাকে কেন্দ্র করে তাদের রিসোর্টে বেশ কিছু আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে পর্যটকদের। হোটেল বুকিং এর সঙ্গে সঙ্গে একটি প্যাকেজ করে দেওয়া হচ্ছে যাতে পর্যটকেরা খুব কম খরচে অযোধ্যা পাহাড়ের বুকে বিলাসবহুল ব্যবস্থা উপভোগ করতে পারেন। এছাড়াও এই রুম বুকিং প্যাকেজ এর মধ্যেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও সাইট সিং ঘুরে দেখার জন্যেও বিশেষ আকর্ষণ থাকছে। অর্থাৎ যে সমস্ত পর্যটকেরা এই বর্ষায় তাদের রিসোর্টে আসবে তারা দুর্দান্ত সুযোগ সুবিধার মধ্যে অযোধ্যা পাহাড়ে থাকতে পারবে। প্রকৃতির অপরূপ রূপের খেলা চলে সুন্দরী অযোধ্যার বুকে। শীত, গ্রীষ্ম, বর্ষা , শরৎ , হেমন্ত এই সমস্ত ঋতুর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সেজে ওঠে অযোধ্যা সুন্দরী। আর তাইতো এই রূপের টানেই বারে বারে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী থেকে পর্যটন প্রেমী মানুষেরা। কারণ পশ্চিমবঙ্গের বুকে প্রকৃতি এই রূপের পরিবর্তন অযোধ্যা পাহাড়ে দেখতে পাওয়া যায়। এই দক্ষিণবঙ্গের অযোধ্যা পাহাড় কোন অংশেই উত্তরবঙ্গের দার্জিলিং এর তুলনায় কম নয় বলে মনে করেন পুরুলিয়াবাসী।
2024-09-19T13:09:30Z