গ্রেফতারের সম্ভাবনা 'তারক মেহতা'-র প্রযোজকের? যৌন নিগ্রহের অভিযোগে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত জেনিফারের

তারক মেহতা কা উলটা চশমা হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো। একের পর এক তারকা বিদায় নিয়েছে এই শো থেকে। সঙ্গে তৈরি হয়েছে অনেক বিতর্কও। ২০২৩- এ তারক মেহতা কা উলটা চশমা নিয়ে বিতর্ক তুঙ্গে পৌঁছেছিল। শোয়ের প্রযোজক অসিত কুমার মোদীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন ধারাবাহিকের রোশন সিং সোধি ওরফে জেনিফার মিস্ত্রি বাঁশিওয়াল। ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি লিখিত অভিযোগ করেছেন। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলেও দাবি করেছিলেন জেনিফার। প্রায় বছরখানেক পর ঘটনায় এল নতুন মোড়। উচ্চ আদালতে যেতে পারেন জেনিফার। গ্রেফতার হয়ে যেতে পারেন তারকা মেহতা কা উলটা চশমা শোয়ের প্রয়োজক অসিত কুমার মোদী।

জেনিফার লাইভে এসে পুরো বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে সমাজমাধ্যমের পেজে লিখেছেন কী ভাবে এই লড়াইটা লড়েছেন।

২০২৩ থেকে অসিত কুমার মোদিকে শাস্তি দেওয়ার লড়াইটা লড়ে যাচ্ছেন জেনিফার। পের পাওয়াই থানায় গেলেন তারক মেহতা কা উলটা চশমা খ্যাত এই অভিনেত্রী। তদন্তের মোড় কোন দিকে যাচ্ছে সেটা জানতেই ফের থানায় যেতে বাধ্য হলেন জেনিফার। ঘটনার শেষ দেখে ছাড়বেন, প্রতিজ্ঞাবদ্ধ জেনিফার। তিনি বলেন, 'এই কেসটা আমি একবছর আগে শুরু করেছি। কোনও আপডেট নেই। আবার আমি থানায় গিয়েছি। গত সপ্তাহে তিনবার থানায় গেলাম। এবার আমি আমার আইনজীবীকে নিয়ে যাব। পুলিশ যাতে আমার কেসর চার্জ শিট দাখিল করে সেটাই বলব। আমি একদমই চুপ করে বসে থাকব না।'

View this post on Instagram

A post shared by Jennifer Mistry Bansiwal🧚‍♀️♾ (@jennifer_mistry_bansiwal)

]]>

জেনিফার আরও বলেন, 'থানায় প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা বসে থেকেছি। ১০ বছরের মেয়েকে ছেড়ে থানায় গিয়ে সিনিয়র অফিসরদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ১০০ টি অডিয়ো ক্লিপিংও দিয়েছি যাতে তদন্তে সাহায্য হয়। আমি এই কেসটা টাকা-পয়সা সংক্রান্ত কোনও কিছুর জন্য করিনি। কাজ করেই সেই পারিশ্রমিক পাইনি। আমি শুধপু চাই অসিত মোদী, সোহিল রামানি আর যতীন বাজাজ শাস্তি পাক। প্রথমে পুলিশ সহযোগিতা করেনি। তবে আশা করছি এবার করবে। যদি না করে আমিও ছাড়ব না।'

View this post on Instagram

A post shared by Jennifer Mistry Bansiwal🧚‍♀️♾ (@jennifer_mistry_bansiwal)

]]>

উল্লেখ্য, পশ (যৌন হয়রানি প্রতিরোধ কমিটি) ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে। কিন্তু, শাস্তি ছাড়া, শুধু ক্ষতিপূরণ অন্যায়কে উৎসাহিত করে বলে মনে করেন জেনিফার। প্রয়োজনে বিষয়টি উচ্চ আদালতে যাবেন বলেও মনোস্থির করে পেলেছেন তারক মেহতার মিসেস রোশন সিং সোধি। জেনিফারের এই পদক্ষেপে অসিত মোদীর বিপদ বাড়তে পারে তা বলাইবাহুল্য।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-03-28T08:46:44Z dg43tfdfdgfd