কোচিং ছাড়়াই UPSC-তে সাফল্য, কার্যত প্রথম চেষ্টায় বাজিমাৎ স্বর্ণপদকজয়ী বাংলার ব্রততীর

অতি সাধারণ পরিবারের এক মেয়ে। বাংলা বলেন ঝরঝরে। কলকাতা লাগোয়া জেলায় কেটেছে যাঁর স্কুল জীবন। তারুণ্য পা দিয়ে ভর্তি হন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীতে। এহেন ব্রততী দত্ত কার্যত প্রথমবারের চেষ্টাতেই এবারের UPSC সিভিল সার্ভিসে পেয়েছেন সাফল্য। বাংলার সোনার মেয়ের স্বপ্নের উড়ানের গল্পটা হার মানাবে রূপকথাকেও।

উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা ব্রততীর UPSC সিভিল সার্ভিসে ব়্য়াঙ্কিং এসেছে 346। গত বছর (2023) দ্বিতীয়বারের জন্য দেশের অন্যতম কঠিন পরীক্ষায় বসেছিলেন তিনি। স্নাতকোত্তরের ক্লাস চলাকালীন প্রথমবার পরীক্ষা দেন ব্রততী। যে কারণে সেবার আসেনি সাফল্য। সেদিক থেকে দেখতে গেলে এবারই কার্যত ছিল তাঁর প্রথম চেষ্টা।

ব্রততীর ছেলেবেলা কেটেছে হাবড়া অশোকনগরে। হাবড়ার বাণীপুর জওহর নবদয় আবাসিক স্কুলে পড়তেন তিনি। ছোট থেকেই পড়াশোনায় দুর্দান্ত ছিলেন বাংলার এই ভূমিকন্যা। স্কুলের রেজাল্ট ছিল মনে রাখার মতো। দ্বাদশের পাঠ চুকিয়ে ব্রততী ভর্তি হন বিশ্বভারতীতে। সেখান থেকে কৃষিতে স্নাতকের ডিগ্রি নেন তিনি।

এর পর কিছুদিনের জন্য ভিন রাজ্য় পাড়ি দেন ব্রততী ভর্তি হন ওডিশার শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা বীজ সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি। এই সময়ই UPSC সিভিল সার্ভিস দেওয়ার পরিকল্পনা করেন হাবড়া অশোকনগরের সোনার মেয়ে। শুরু করে দেন তাঁর প্রস্তুতি।

মঙ্গলবার অর্থাৎ 16 এপ্রিল সিভিল সার্ভিসের রেজাল্ট প্রকাশ করে UPSC। এর পরই এই সময় ডিজিটালের তরফে যোগাযোগ করা ব্রততীর সঙ্গে। টেলিফোনে কথোপকথনের সময় তাঁর গলায় ছিল উচ্ছ্বাস। 'স্নাতকোত্তরের ক্লাস করতে করতেই পরীক্ষা দিয়েছিলাম। ফলে আমাকে একটু বেশি খাটতে হয়েছিল। স্নাতকোত্তরের স্বর্ণপদক পাই। তবে UPSC সিভিল সার্ভিসে ব়্য়াঙ্ক আসেনি। এবার সেই লক্ষ্য পৌঁছতে পেরেছি।' বলেছেন ব্রততী।

অশোকনগরের মেয়েটির এই সাফল্য আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। UPSC সিভিল সার্ভিস পাশ করতে অনেকেই ভিন রাজ্য পাড়ি দেন। সেখানে নেন চাকরির পরীক্ষার প্রশিক্ষণ। যার ধারে কাছ দিয়ে হাঁটেননি ব্রততী। সম্পূর্ণ নিজের পরিকল্পনায় প্রস্তুতি নিয়েছেন তিনি। প্রয়োজন মতো বদলেছেন স্ট্যাটেজি। আর তাতেই এসেছে চূড়ান্ত সাফল্য।

ব্রততী কথায়, 'অনেকেই ভাবেন আমার হাতে 4-5 বার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা কম। সিভিল সার্ভিসে বসলে ভাবতে হবে এটাই শেষ সুযোগ। সেই ভাবে নিতে হবে প্রস্তুতি। তবেই আসবে সাফল্য।'

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-17T10:26:12Z dg43tfdfdgfd