দিতে হবে না প্রবেশিকা পরীক্ষা, PHD-তে ভর্তির নিয়মে বড় বদল করল UGC

P.hD-তে ভর্তির নিয়মে বড় বদল আনল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC। এবার থেকে প্রবেশিকা পরীক্ষা ছাড়াই দেশের যে কোনও বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

UGC কর্তৃপক্ষের দাবি, জাতীয় শিক্ষানীতি মেনে পিএইচডির ভর্তির নিয়মে বদল আনছেন তাঁরা। এতোদিন পর্যন্ত এতে ভর্তি হতে গেলে আলাদা করে প্রবেশিকা পরীক্ষা দিতে হত। যা আলাদা আলাদা করে নিত বিশ্ববিদ্যালয়। নতুন নিয়ম অনুযায়ী UGC NET-এ উত্তীর্ণ হলেই সরাসরি পিএইচডিতে ভর্তি হওয়া যাবে। অর্থাৎ UGC NET-র প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পিএইচডিতে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়।

বিষয়টি নিয়ে বুধবার সংবাদমাধ্য়মের কাছে মুখ খোলেন UGC সম্পাদক অধ্যাপক মণীশ আর যোশী। তাঁর কথায়, ‘পিএইচডির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা বাতিল করা হয়েছে। সারা দেশেই এই নিয়ম লাগু করা হচ্ছে।’

প্রসঙ্গত, 2020-র জাতীয় শিক্ষা প্রয়োগের জন্য একটি কমিটি গঠন করেছিল UGC। সেই কমিটি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা NET-র পুনর্মূল্যায়ন করেছে। এর পরই পিএইচডি-র ভর্তির বিষয়ে সুপারিশ করে ওই বিশেষজ্ঞ কমিটি। সেখানেই এতে ভর্তির জন্য UGC NET-কে রাখতে বলেছিলেন তাঁরা। যা মেনে নিয়েছে কর্তৃপক্ষ।

চলতি বছরের 13 মার্চ বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মতো পিএইচডিতে ভর্তির জন্য NET পরীক্ষাকে যোগ্যতা মান হিসেবে স্বীকৃতি দেয় UGC। 2024-25 শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়ম চালু হবে বলে সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছে।

এতদিন পর্যন্ত বছরে দু’বার দেওয়া যেত UGC NET। জুন ও ডিসেম্বর নেওয়া হত এই পরীক্ষা। এর মাধ্য়মে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের নিয়োগপত্র পেতেন প্রার্থীরা। যা এবার আমূল পাল্টে ফেলছে UGC। এবার থেকে NET উত্তীর্ণদের তিনটি ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে যোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থীরা।

এছাড়া NET-র প্রাপ্ত নম্বরের ক্ষেত্রেও বদল আনছে UGC। এতোদিন শুধু পার্সেন্টাইল প্রকাশ করত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবার থেকে মোট নম্বরও উল্লেখ করা হবে। এতে পিএইচডিতে ভর্তির ক্ষেত্রে সুবিধা পাবেন প্রার্থীরা। NET-র নম্বর ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্কোরের উপর নির্ভর করবে পিএইচডিতে ভর্তি।

চলতি বছরের গোড়ায় এমফিল নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে UGC। এটি কোনও বৈধ কোর্স নয় বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শুধু তাই নয়, অবিলম্বে বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়কে এই কোর্স বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-03-28T14:18:56Z dg43tfdfdgfd