নিট ইউজির সংশোধিত মেরিট লিস্টে চমক, বাড়ল মেয়েদের সাফল্যের হার

স্নাতক স্তরের মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা ‘নিট ইউজি’-র সংশোধিত রেজাল্ট আউট। একই সঙ্গে নতুন মেরিট লিস্ট প্রকাশ করেছে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। সংশোধিত রেজাল্টে প্রথম স্থান পেলেন কারা? কেমন হল মেয়েদের রেজাল্ট? আসুন তা জেনে নেওয়া যাক...

এনটিএ-র প্রকাশিত নতুন মেরিট লিস্টে ৭২০-র মধ্যে ফুল মার্কস পেয়ে প্রথম হয়েছেন ১৭ জন। ফলে ফার্স্ট হওয়া ছেলে-মেয়েদের ব়্য়াঙ্ক ঠিক করতে টাইব্রেকার পদ্ধতি অবলম্বন করে কেন্দ্রীয় সংস্থা। আর তাতে এক নম্বর ব়্যাঙ্ক পেয়েছেন দিল্লির মৃদুল মান্য আনন্দ।

উল্লেখ্য, সংশোধিত রেজাল্টে মরু রাজ্যের সবচেয়ে বেশি পড়ুয়া প্রথম স্থানে জায়গা পেয়েছেন। এনটিএ জানিয়েছে, ফার্স্ট পজিশনে থাকা ১৭ জন পড়ুয়ার ৪ জনের বাড়ি রাজস্থানে। এছাড়া ৭২০ মার্কস পেয়েছেন মহারাষ্ট্রের ৩ এবং দিল্লি ও উত্তরপ্রদেশের ২ জন করে প্রার্থী। বাংলা, বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু, কেরল ও চণ্ডীগড় থেকে প্রথম স্থানে রয়েছেন একজন করে শিক্ষার্থী।

প্রসঙ্গত, ডাক্তারি প্রবেশিকায় মেয়েদের মধ্য়ে ফুল মার্কস পেয়েছেন ৪ জন। দ্বিতীয় স্থানের কাট অফ মার্কস উঠেছে ৭১৬। সংশোধিত মেরিট লিস্টে সেকেন্ড পজিশনে রয়েছেন ৬ জন ছাত্র-ছাত্রী। আর তৃতীয় স্থানে নাম রয়েছে ৭৭ জনের। যাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৭১৫ বলে জানিয়েছে এনটিএ।

সংশোধিত মেরিট লিস্টে মেয়েদের সাফল্যের হার ২৩ থেকে বেড়ে পৌঁছেছে ১৬ শতাংশে। প্রথম ১০০ জনের মধ্যে ছাত্রী সংখ্যা ২২ বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সংশোধিত মেরিট লিস্টে অসংরক্ষিত ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে কমেছে কাট অফ মার্কসের রেঞ্জ। যা ৭২০ থেকে ১৬৪-র জায়গায় নেমে এসেছে ১৬২-তে। এছাড়া সংরক্ষিত ক্যাটেগরির তফশিলি জাতি/তফশিলি উপজাতি/ অন্যান্য অনগ্রসর শ্রেণির কাট অফ মার্কসের রেঞ্জ দাঁড়িয়েছে ১৬১-১২৭।

চলতি বছরের ৪ জুন প্রথমবার নিট ইউজি-র ফল প্রকাশ করে এনটিএ। তাতে প্রথম স্থানে ৬৭ জন পড়ুয়ার নাম রয়েছে বলে জানায় এই কেন্দ্রীয় সংস্থা। এর জন্য ৬ জন প্রার্থীকে গ্রেস নম্বর দেওয়ার অভিযোগ ওঠে। যা বাতিল করতে বলে সুপ্রিম কোর্ট। ফলে প্রথম স্থানে থাকা পড়ুয়া সংখ্যা কমে দাঁড়ায় ৬১।

এর পর নিট ইউজি-র একটি প্রশ্নকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। মাল্টিপল চয়েস ওই প্রশ্নটির ক্ষেত্রে দু’টি অপশান সঠিক বলে জানিয়েছিল এনটিএ। ফলে যে কোনও একটি বিকল্প বেছে নিলেই নম্বর দিয়েছিল এই কেন্দ্রীয় সংস্থা। কিন্তু একটি অপশানকে সঠিক বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। ফলে ফের নতুন করে ফল প্রকাশ করেছে এনটিএকে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-07-27T14:00:55Z dg43tfdfdgfd