যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক, ফের মিলল ভারত সেরার তকমা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। বিষয় ভিত্তিক বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ভারত সেরার তকমা পেল এই শিক্ষা প্রতিষ্ঠান। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তভাবে সেরার তালিকায় জায়গা পেয়েছে যাদবপুর। এছাড়াও তালিকায় নাম রয়েছে খড়গপুর IIT ও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের।

সম্প্রতি বিশ্বের তাবড় বিশ্ববিদ্যালয়গুলির তালিকা প্রকাশ করে একটি আন্তর্জাতিক সংগঠন। বিশ্বব্য়াপী সেই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্য়াঙ্কিংয়ের ফিলোজফি বিভাগে ভারত সেরা নির্বাচিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বিভাগে ভারত থেকে অংশগ্রহণ করেছিল মাত্র 3টি শিক্ষা প্রতিষ্ঠান।

বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 151 থেকে 200-র মধ্য়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। অন্যদিকে কৃষি ও বনায়ন বিভাগে ভারত সেরা হয়েছে IIT খড়গপুর। এই বিভাগেও যুগ্মভাবে সেরার তকমা পেয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। 251 থেকে 300-র মধ্যে আছে এই দুই শিক্ষা প্রতিষ্ঠান।

তবে এই তালিকা. সবচেয়ে ভালো ফল করেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা JNU। বিষয় ভিত্তিক ব়্যাঙ্কিংয়ে একাধিক ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। সমীক্ষায় সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে JNU।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ের পারফরম্যান্স

ইংরেজি সাহিত্য, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিদ্যা, ভাষাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূগোল ও ইতিহাসে সারা বিশ্বের মধ্যে দুর্দান্ত ব়্যাঙ্কিং করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ইংরেজিতে 101 থেকে 150, ডেভেলপমেন্ট স্টাডিজে 20 ও সমাজবিদ্যায় JNU-র ব়্যাঙ্কিং এসেছে 91। গত বছর সমাজবিদ্যায় এর ব়্যাঙ্কিং ছিল 68।

এছাড়া ভাষাতত্ত্ব, নৃতত্ত্ব ও ভূগোলে JNU-র ব়্যাঙ্কিং এসেছে 251-300, 51-100 ও 49-101। ভাষাতত্ত্বে এর ব়্যাঙ্কিংয়ে কোনও বদল আসেনি। গত বছরের থেকে ব়্যাঙ্কিং ভালো হয়েছে নতৃত্ত্ব ও ভূগোলে। দু’টি বিষয়ে ব়্য়াঙ্কিং ছিল 101 থেকে 150।

পাশাপাশি ইতিহাস, আধুনিক ভাষা, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক এবং থিওলজি, ডিভাইনিটি অ্যান্ড রিলিজিয়াস স্টাডিজে ভারত সেরার তকমা পেয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ইতহাসে যুগ্মভাবে ভারত সেরা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ও।

এবার ভারত থেকে 69টি শিক্ষা প্রতিষ্ঠান কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ অংশগ্রহণ করেছিল। 72 শতাংশ ক্ষেত্রে উন্নতি করছে ভারতের শিক্ষা প্রতিষ্ঠান। জানিয়েছে ব়্যাঙ্কিং প্রদানকারী সংস্থা।

শিক্ষার মানকে আরও উন্নত করতে 2020-তে জাতীয় শিক্ষা নীতি চালু করেছে নরেন্দ্র মোদী সরকার। নতুন ব্যবস্থায় একাদশ-দ্বাদশের সিলেবাসে দেশীয় ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি নম্বর বিভাজনের ক্ষেত্রেও বদল আনছে কেন্দ্রীয় বোর্ড।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-11T13:43:59Z dg43tfdfdgfd