PPF থেকে সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয়ের সুদ নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের

লোকসভা ভোটের মুখে কল্পতরু নরেন্দ্র মোদী সরকার। 1 এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষে 100 দিনের কাজের মজুরি বাড়ালো কেন্দ্র। এবার বাড়বে স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার? এই নিয়ে জল্পনার মধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।

বৃহস্পতিবার অর্থাৎ 28 মার্চ স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, পাবলিক প্রভিডেন্ট বা PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (NSC) মতো স্কিমগুলিতে সুদের হারের কোনও পরিবর্তন হচ্ছে না।

কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘2024-25 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার 2023-24 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি থেকে মার্চ) মতোই থাকবে।’ উল্লেখ্য, প্রতি 3 মাস অন্তত এই স্কিমগুলির সুদের হার পর্যালোচনা করে সরকার।

স্বল্প সঞ্চয় প্রকল্পের কোন স্কিমে কত টাকা সুদ পাওয়া যাবে তা নীচের চার্টে তুলে ধরা হল…

স্বল্প সঞ্চয় প্রকল্প সুদের হার মেয়াদ
সুকন্যা সমৃদ্ধি যোজনা 8.2 শতাংশ 21 বছর
টার্ম ডিপোজিট 7.1 শতাংশ 3 বছর
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) 7.1 ও 4 শতাংশ 15 বছর
কিষাণ বিকাশ পত্র (KVP) 7.5 শতাংশ 115 মাস
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট7.7 শতাংশ 5 বছর
মান্থলি ইনকাম স্কিম (MIS) 7.4 শতাংশ 5 বছর
স্বল্প সঞ্চয়ের অধিকাংশ প্রকল্পই চালু রয়েছে পোস্ট অফিসে। PPF ও সুকন্যা সমৃদ্ধি যোজনা অবশ্য ব্যাঙ্কে খোলার অনুমতি দিয়েছে সরকার। এই স্কিমগুলির প্রতিটিকে নিশ্চিত রিটার্ন পান আমানতকারী। সেই কারণে এগুলিতে লগ্নি করতে পছন্দ করেন বিনিয়োগকারীরা।

প্রসঙ্গত, PPF ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় যথাক্রমে 500 টাকা ও 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু একটি অর্থবর্ষের মধ্যে অন্তত একবার এই অ্যাকাউন্টগুলিতে টাকা রাখতে হবে গ্রাহককে। যাঁরা এখনও 2023-24 আর্থিক বছরে PPF ও সুকন্যা সমৃদ্ধিতে ন্যূনতম টাকা জমা করেননি, তাঁদের 31 মার্চের মধ্য়ে দিতে হবে টাকা।

নিয়ম অনুযায়ী, একটি অর্থবর্ষে একবারও টাকা জমা না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে PPF ও সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট। তবে ফের তা চালু করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে 50 টাকা করে জরিমানা দিতে হবে গ্রাহককে। মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রেখে তা চালু করার সুযোগ পাবেন তিনি।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-03-29T04:18:44Z dg43tfdfdgfd