ADHIR CHOWDHURY: বচসার মধ্যেই অধীরের সপাটে চড়! বললেন, 'তৃণমূলের চুল্লুখোরেরা ডিস্টার্ব করছিল'

ভোটের প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। গো ব্যাক স্লোগান দেওয়ায় মেজাজ হারিয়ে এক ব্যক্তিকে চড় মারার অভিযোগ উঠল প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে। যদিও চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন অধীর। বলেছেন, 'প্রতিবাদ করেছি।' শনিবার ঘটনাটি ঘটেছে বহরমপুরের গান্ধী কলোনি এলাকায়। 

ঠিক কী ঘটেছে? 

জানা গিয়েছে, শনিবার বহরমপুরের গান্ধী কলোনি থেকে বিটি কলেজ মোড় পর্যন্ত এলাকায় প্রচার করছিলেন অধীর। অভিযোগ, সেই সময় কয়েক জন যুবক অধীরকে দেখে 'গো ব্যাক' স্লোগান দেন। যা শুনে মেজাজ হারান অধীর। সেই সময়ই এক যুবককে চড় কষান বলে অধীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 

কী বলেছেন অধীর?

চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন অধীর।  তিনি দাবি করেছেন, 'কাউকে চড় মারিনি। সব তো সিসিটিভি আছে। হঠাৎ করে মদ্যপান করে একটা ছেলে এসে বলবে গো ব্যাক গো ব্যাক, তাই প্রতিবাদ করেছি।' তৃণমূলের লোকেরা তাঁর প্রচার ভেস্তে দিতে এমন কাণ্ড করেছেন বলে অভিযোগ করেছেন সাংসদ। বলেছেন, 'বাঁদরামি এগুলো। তৃণমূল করছে এসব। তৃণমূলের চুল্লুখোরেরা আমায় ডিস্টার্ব করছিল।  আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। প্রচারযাত্রা পন্ড করার চেষ্টা করছে তৃণমূল। পুলিশ সুপারকে জানিয়েছি।' অধীরের পাল্টা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূলের কর্মীরা। 

ঘটনার একটি ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করেছে তৃণমূল। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তিকে হাত দিয়ে ধাক্কা মারছেন অধীর। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। ভিডিয়োটি পোস্ট করে অধীরকে আক্রমণ করেছে বাংলার শাসকদল। 'ভোটে হেরে যাওয়ার ভয়ে' অধীর এসব করছেন বলে তোপ দেগেছে জোড়াফুল শিবির। 

এবার বহরমপুরে অধীরের বিপরীতে ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। যা নিয়ে অধীর বনাম তৃণমূল বাগযুদ্ধ চলেছিল। 

2024-04-13T10:12:53Z dg43tfdfdgfd