ALIPURDUAR MURDER CASE: বেশি ভাত খেয়ে ফেলায় আলিপুরদুয়ারে দাদাকে ইঁট দিয়ে মাথা থেঁতলে খুন করল ভাই

বাড়িতে চালের আকাল, যেটুকু ছিল তা দিয়েই ভাত বানিয়ে খিদের জ্বালায় বেশিরভাগটাই খেয়ে নিয়েছিলেন দিনমজুর দাদা। আর তা নিয়েই ছোট ভাইয়ের সঙ্গে বচসা। রেগে গিয়ে ছোট ভাইকে একটা চড়ও কষিয়ে দেন দাদা বাবুলাল কুজুর। আর সেই রাগেই ইঁট দিয়ে দাদার মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল শামুকতলা থানার কার্তিক চা বাগান সংলগ্ন চলগরি বস্তির চিরো লাইন। রবিবার রাতে ঘটনাটি ঘটলেও প্রতিবেশীরা কেউ টের পাননি। সকালে দেহ মাটি চাপা দেওয়ার জন্য ভাই উঠোনের পাশে গর্ত করা শুরু করলেই বিষয়টি নজরে আসে সবার।

বাবুলাল কুজুর ছোট ভাইকে নিয়ে একই বাড়িতে থাকতো। বাবা-মা দুজনেই মারা গিয়েছেন। বাবুলাল দিনমজুরি করেই সংসার চালান। এদিন বাড়িতে ভাত রান্না করার জন্য সামান্য চাল ছিল। হাতে টাকাও ছিল না চাল কিনে আনার মত। তাই ওই সামান্য চাল ফুটিয়ে নিয়েছিলেন দাদা বাবুলাল কুজুর। কিন্তু পেটে তখন খিদের জ্বালা। তাই বেশিরভাগ ভাতটাই খেয়ে নেয় বাবুলাল। এনিয়েই ক্ষিপ্ত হয়ে ওঠে নাবালক ছোট ভাই। দাদার সঙ্গে তর্ক জুড়ে দিলে ভাইয়ের গালে চড় কষিয়ে দেন বাবুলাল। সেটা সহ্য করতে না পেরেই বাবুলালকে ঘরে থাকা একটি ইঁট দিয়ে মাথায় আঘাত করে ভাই। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সোমবার সকালে মৃত বাবুলাল কুজুরের মাসতুতো ভাই কৃষ্ণ কেরকেট্টা অভিযুক্ত নাবালককে মাটি খুঁড়তে দেখেই জিজ্ঞাসা করে গোটা বিষয়টি জানতে পারে। এরপরই খবর যায় পুলিশে। শামুকতলা থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে জুভেনাইল আদালতে পাঠায়। শামুকতলা থানার ওসি জগদীশ রায় জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এত কম বয়সে কীকরে ছেলেটি দাদার উপর এভাবে আক্রমণাত্মক হয়ে উঠল সেটাই আশ্চর্যের। মৃত বাবুলাল কুজুরের আত্মীয় অজিত কেরকেট্টা বলেন, ‘সামান্য ভাত নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে তরতাজা যুবকের এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।

2024-11-25T20:30:15Z