BLAST : তামিলনাড়ুর শিবকাশীতে বাজি কারখানায় বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু

শিবকাশীতে বাজি কারখানায় ভয়ানক বিস্ফোরক। ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, বাজি বিস্ফোরণের ফলেই মৃত্যু। 

পুলিশ জানিয়েছে, শিবকাশীর সেঙ্গামালাপট্টিতে ওই কারখানাটি অবস্থিত। সেখানেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, সেখানে অবস্থিত ৭ টি ঘর সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। প্রায় ১ কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। গোটা এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে যায়। এদিকে আগুন নেভাতে সেখানে আসে দমকল। তাদের তরফে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আসে পুলিশও। 

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'তামিলনাড়ুর শিবকাশীর কাছে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানির বিষয়ে জানতে পেরে আমি দুঃখিত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনও ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'শিবকাশীর কাছে গিজাথিরুথাঙ্গল গ্রামে একটি  আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এই  মর্মান্তিক সংবাদ জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত। বিরুধুনগরের জেলা শাসকের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারকার্য চালানো হচ্ছে। আহতদের সাহায্য করা হবে 

তিনি পোস্টে আরও যোগ করেন, 'আমি নিহত শ্রমিকদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান করা হবে।'

প্রসঙ্গত, তামিলনাড়ুর শিবকাশীতে এমন দুর্ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকে বিরুধুনগরে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১০ জন প্রাণ হারিয়েছিলেন। ২০২৩ সালের অক্টোবরে রাঙ্গাপালায়ম এবং বিরুধুয়ানগরের কিচনায়কানপট্টি গ্রামে আতশবাজি ইউনিটে দুটি পৃথক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১১ জনের। 

2024-05-09T13:45:10Z dg43tfdfdgfd