MAMATA BANERJEE: 'একদিন না একদিন বেরোবে', অনুব্রতকে নিয়ে বড় ইঙ্গিত মমতার

বীরভূমে লোকসভা ভোটের প্রচার পর্বে ফের জেলবন্দি অনুব্রত মণ্ডলের কতা উঠে এল মমতার কথায়। লাভপুরে নির্বাচনী প্রচার সভা থেকে আরও একবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারির ইস্যুতে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায়, কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নকে হাতের মুঠোর রেখে কাজ করত। বিজেপি সাজিয়ে-গুছিয়ে কেস করেছে। তাতে কী হয়েছে। একদিন না একদিন তো বেরোবে। কেজরিওয়াল, হেমন্ত সোরেনকেও তো ধরে রেখেছে।’

উল্লেখ্য, প্রায় দুই বছর হতে চলল, গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ২০২২ সালের অগস্ট মাসে কেষ্ট মণ্ডলের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর প্রথমে আসানসোলের সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে। তারপর বাংলার বাইরে নিয়ে গিয়ে রাখা হয় তিহাড় জেলে। কন্যা সুকন্যাও তিহাড়েই বন্দি। অতীতের নির্বাচনগুলিতে তৃণমূলের ভোটের কর্মকাণ্ড পুরোটাই দেখাশোনার দায়িত্বে থাকতেন কেষ্ট মণ্ডল। তাঁর সাংগঠনিক দক্ষতার উপর ভরসা ছিল দলের শীর্ষ নেতৃত্বেরও।

তবে এবার লোকসভা ভোটে বীরভূমে নেই অনুব্রত মণ্ডল। এমন অবস্থায় তৃণমূলের সাংগঠনিক কাজকর্মের দেখভাল করছে দলের জেলা কোর কমিটি। আজ বীরভূমের লাভপুরের নির্বাচনী প্রচার সভা থেকে এবার ফের একবার কেষ্ট মণ্ডলের প্রসঙ্গ উঠে এল দলনেত্রীর কথায়। বীরভূমের দুই লোকসভা কেন্দ্রেই ভোট রয়েছে চতুর্থ দফায়। ১৩ মে। 

2024-05-05T14:21:27Z dg43tfdfdgfd