MAMATA BANERJEE: 'এরা চাকরিখেকো বাঘ', SSC-র চাকরি বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীকেও আক্রমণ মমতার

'এরা হচ্ছে চাকরিখেকো বাঘ, যখন দেখছে আর কিছু করার নেই, তখন সব চাকরি খেয়ে নাও,' রবিবার সুজাপুরের সভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি গিয়েছে। এদিনের সভাতে মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। এই রায়ের তীব্র সমালোচনা করেন তিনি। 

মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এটা তো তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছে। তার মানে আপনি জানতেন, যে কারও মাধ্যমে, আপনার দল আগেই অর্ডার করে এই লোকেদের চাকি খেয়ে নেবেন?'

মুখ্যমন্ত্রী বলেন, 'কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে অবশ্যই তদন্ত হবে। কিন্তু ২৬ হাজার মানুষের চাকরি গেল।'

এরপর ফের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। রায়ের তীব্র সমালোচনা করে তিনি বলেন, 'আজ ওরা কোর্টটাকেও কন্ট্রোল করছে। আই অ্যাম সরি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। মানুষের শেষ রাস্তা হল বিচারের রাস্তা। আজ সেটাও যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মানুষ কোথায় যাবে?'

মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা সুপ্রিম কোর্টেও যত সম্ভব যাব। কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের। যিনি বলেন, কিসব শাখা-পলা মঙ্গলসূত্র কীসব বলেছেন, উনি কখনও সেগুলো দেখেছেন? জানেন সেগুলি কী? তারপর মুসলিমদের নিয়েও কীসব বলেছেন, আমি মুখেও আনতে চাই না।'

এদিন মুখ্যমন্ত্রী ফের মনে করিয়ে দেন, বাংলায় তৃণমূল একাই বিজেপির বিরুদ্ধে লড়ছে। বাংলার বাইরে কংগ্রেসের প্রতি সমর্থন থাকলেও, বাংলাতে কংগ্রেসের সঙ্গে থাকছে না তৃণমূল। মুখ্মন্ত্রী জানান, 'কংগ্রেসকে ২টি আসন দিয়েছিলাম। কিন্তু ওরা সিপিএম-এর সঙ্গে হাত মিলিয়েছে। আপনারা চান, আমি সেই সিপিএম-এর সঙ্গে হাত মেলাই? বাংলায় বিজেপির দু'টো চোখ, বিজেপি আর সিপিএম।' এদিন মুখ্যমন্ত্রী সিপিএম-এর বিরুদ্ধে বলেন, 'যত চাকরি খাচ্ছে বিজেপি ওই সিপিএম-এর উকিলকে দিয়ে। কংগ্রেসের বাংলায় কী আছে? ওই সিপিএম-এর হাত ধরে আছে।'

2024-04-28T09:33:25Z dg43tfdfdgfd