কলকাতা: কলকাতার বুকে ফের উদ্ধার এক তরুণীর দেহ৷ তাঁর গলায় বেশ কিছু দাগ মিলেছে৷ এছাড়া, তার ঘর ভর্তি ছড়ানো ছিল সিগারেটের প্যাকেট৷ তার মাঝেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ওই তরুণীর দেহ৷ তিলজলার এই ঘটনায় দানা বাঁধছে রহস্য৷
পুলিশ জানিয়েছে, তিলজলার যে ফ্ল্যাটটি থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে, সেখানে এক যুবকের সঙ্গে লিভ টুগেদার করতেন তিনি৷ কিন্তু, ঘটনার পর থেকেই বেপাত্তা তাঁর পার্টনার৷ মোবাইল ফোনও বন্ধ যুবকের৷
মৃত তরুণী একটি বারে কাজ করতেন বলে জানা গিয়েছে৷ তবে স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই তাঁকে মানসিকভাবে অবসাদগ্রস্ত বলে মনে হচ্ছিল৷ মৃত তরুণীর ঘর থেকে উদ্ধার হয়েছে একটি চেয়ারও৷
ঘটনাটি আত্মহত্যা নাকি, ওই তরুণীকে খুন করা হয়েছে তা তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ৷ ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৩টি মোবাইল বাজেয়াপ্ত৷ যুবকের খোঁজ চলছে৷
2024-07-31T12:59:43Z