দুর্ঘটনা রুখতে গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে বসবে বুম ব্যারিয়ার, আগামী মাসেই কাজ শুরু

কলকাতা:  দুর্ঘটনা রুখতে এবার শহরের গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে বসতে চলেছে বুম ব্যারিয়ার। মহানগরের বিভিন্ন ট্রাফিক দুর্ঘটনার মধ্যে দেখা গিয়েছে প্রায় ৪৫ শতাংশ পথচারীদের ট্রাফিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। যার মধ্যে পরিসংখ্যান অনুযায়ী পথচারীরা রাস্তা পারপার করতে গিয়ে মৃত্যুর সংখ্যা বেশি। এই সমস্ত দুর্ঘটনা রুখতে ইতিমধ্যেই কলকাতা এবং রাজ্য পুলিশের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

পথচারীদের সচেতন করতে একাধিক কর্মসূচি, অনলাইনে সচেতনতা প্রচার সহ কার্টুনের মাধ্যমেও প্রচারের পদক্ষেপ নেওয়া হয়েছিল। যার মধ্যে পথচারীদের রাস্তা পারাপার করা ট্রাফিক সিগন্যাল মানা সহ জেব্রা ক্রসিং এর ব্যবহার করার বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। এইবার পথচারীদের বেপরোয়াভাবে রাস্তা পারাপার রুখতে কলকাতা শহরে একাধিক গুরুত্বপূর্ণ ক্রসিং এ কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বসানো হবে বুম ব্যারিয়ার।

আরও পড়ুন: কৌশানীর হাতেই কুন্তল ঘনিষ্ঠ সোমার পার্লারের প্রোমোশন, টাকা নয় দিয়েছিলেন 'গিফট'

কলকাতা ট্রাফিক পুলিশ এবং লালবাজার সূত্রে খবর প্রায় ৩০ টির কাছাকাছি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে প্রায় ৯০ টির মতো বুম ব্যারিয়ার বসাতে চলেছে। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই এই কাজের জন্য টেন্ডার ও জারি করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, আগামী মাস থেকেই এই বুম ব্যারিয়ার বসানোর কাজ শুরু হয়ে যাবে শহরের প্রায় ৯০ টি জায়গায়।এই বুম ব্যারিয়ার বসানোর পর পুলিশের অনুমান পথচারীদের বেপরোয়া ভাবে রাস্তা পড়া পাড় অনেকটাই রোকা যাবে তথা নিয়ন্ত্রণ করা যাবে।

আরও পড়ুন: দুবাই-ব্যাঙ্কক-মলদ্বীপ! অভিনেতা বনি সেনগুপ্তর ঘন ঘন বিদেশ ভ্রমণেও এবার নজর ED-র

ঠিক কোন কোন গুরুত্বপূর্ণ ক্রসিং-এ বসানো হবে এই বুম ব্যারিয়ার কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর ,এই বুম ব্যারিয়ার পার্ক স্ট্রীট,পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, এক্সাইড, গড়িয়া,রাসবিহারী,নিউ মার্কেট, ধর্মতলা, উল্টোডাঙা হুডকো মোড়, বড়বাজার থেকে স্ট্রান্ড রোড, ব্রেবোন রোডে বসানো হবে। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই এই কাজের জন্য টেন্ডার ও জারি করা হয়েছে।

2023-03-12T16:35:12Z dg43tfdfdgfd