দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! গুরুতর আহত ৩, জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনা

কোলাঘাট: ঘন কুয়াশা ঢেকেছে গোটা এলাকা। আর সেই কুয়াশার জেরেই কোলাঘাটে ঘটল ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ৩৷ ঘাটাল থেকে দিঘা যাওয়ার পথে কোলাঘাটের দেউলিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে।

খড়গপুর হাওড়া জাতীয় সড়কের দেউলিয়া বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেট গাড়ি। জানা গেছে, ঘন কুয়াশার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারে প্রাইভেট গাড়িটিকে।

আরও পড়ুন-হাতে মাত্র ২ দিন…! বুধের রাজকীয় চালে কাঁপবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড! ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, চাকরি-ব্যবসায় টাকার ফোয়ারা, লাগবে জ্যাকপট!

দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গুরুতর আহত তিন ব্যক্তিকে তমলুক তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

2025-01-06T06:15:01Z