পিঠে থাকা নীল ব্যাগ খুলতেই বের হল ৫০ লক্ষ টাকা, হাওড়া স্টেশনে ফের ধুন্ধুমার

হাওড়া: আবারও টাকা উদ্ধার হাওড়া স্টেশন থেকে৷ মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। টাকার উৎস অবশ্য এখনও জানা যায়নি৷

আরপিএফ সূত্রে খবর, হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার পিঠে থাকা নীল ব্যাগ খুললে নগদ ৫০ লক্ষ টাকা পাওয়া যায়। ওই টাকা সে কেন এবং কোথায় নিয়ে যাচ্ছিল সে ব্যাপারে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি। এরপরই আরপিএফ তাকে আটক করে এবং তার সমস্ত টাকা বাজেয়াপ্ত করে।

পুলিশ সূত্রের খবর আটক যুবকের নাম প্রহ্লাদ রাম জাখর। বাড়ি রাজস্থানের বিকানিরে। আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত টাকা এবং ওই যুবককে কাস্টমস ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শুধু 'চাকরি বিক্রি'-ই নয়, 'বদলি বিক্রি'-ও করতেন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়, বলছে ED

একাধিকবার হাওড়া স্টেশন থেকে নগদ অর্থ, সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে। মূলত পাচারের জন্য হাওড়া স্টেশনকে ব্যবহার করে পাচারকারীরা। ফলে প্রতিনিয়ত কড়া নজরদারি চালায় RPF জওয়ানরা। কোনওরকম সন্দেহজনক ব্যক্তি দেখা গেলেই তল্লাশি শুরু করা হয়। রবিবারও সেভাবেই সন্দেহের বশে জেরা করা হয়।

এর আগে, গত বছরের নভেম্বরে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৯ নম্বর প্লাটফর্মে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। তার ব্যাগে পাওয়া গিয়েছিল নগদ ৩৫ লক্ষ ২০ হাজার টাকা।

দেবাশিস চক্রবর্তী

2023-03-12T15:35:02Z dg43tfdfdgfd