স্টুডিওপাড়ায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত এনটি ওয়ানের একাংশ

রবিরার ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিয়োয় আগুন লাগে। ভস্মীভূত স্টুডিওর একটি অংশ। আগুন দেখেই প্রথমে দমকলে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। স্টুডিওর ভিতরে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন অল্প সময়ে বিধ্বংসী আকার নেয়।

এনটি ওয়ান স্টুডিয়োর চারপাশের এলাকা ঘনবসতিপূর্ণ। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয়রা। তবে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রে আসে অল্প সময়েই। হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য জানা যায়নি। তবে কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

2023-03-19T02:38:41Z dg43tfdfdgfd