সাতসকালেই রাহুল গান্ধীর বাসভবনে দিল্লি পুলিশের বিরাট দল, গ্রেফতারের সম্ভাবনা?

রাহুল গান্ধী ‘যৌন হয়রানি’ বিবৃতি নিয়ে এবার সরাসরি রাহুল গান্ধীর বাড়িতে হাজির হল দিল্লি পুলিশের একটি বিশেষ দল। রাহুল গান্ধী শ্রীনগরে ভারত জোড়ো যাত্রা চলাকালীন এক ভাষণে মহিলাদের ‘যৌন হয়রানির’ অভিযোগ আনেন। দিল্লি পুলিশ এখন এই বিষয়ে রাহুল গান্ধীর বাড়িতে পৌঁছেছে। রাহুল যে অভিযোগ করেন সেই বিষয়ে জানতে এর আগেও দিল্লি পুলিশ রাহুলকে নোটিস জারি করে। কিন্তু তাতে সাড়া না দেওয়ায় ফের এই বিষয়ে তথ্য পেতে রাহুলের বাড়িতে সাতসকালেই হাজির হয় দিল্লি পুলিশের এক স্পেশ্যাল টিম।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাড়িতে পৌঁছেছে দিল্লি পুলিশের দল। নোটিশের বিষয়ে দিল্লি পুলিশের বিশেষ সিপি সাগর প্রীত হুডা তাঁর বাড়িতে পৌঁছেছেন বলে জানা গেছে। দিল্লি পুলিশ এর আগে ভারত জোড়ো যাত্রার সময় রাহুলকে তার ‘যৌন হয়রানি’ বিবৃতির বিষয়ে একটি নোটিস পাঠিয়েছিল।

শ্রীনগরে ভারত জোড়া যাত্রার শেষ দিনে রাহুল গান্ধী বলেছিলেন যে আজও মহিলারা ‘যৌন হয়রানি’ শিকার হচ্ছেন। এই বিষয়ে, দিল্লি পুলিশ ১৬ মার্চ রাহুল গান্ধীকে একটি নোটিস পাঠিয়েছিল, তাতে এই বক্তব্যের বিষয়ে বিশদে জানতে চাওয়া হয়। নোটিসে রাহুল গান্ধীকে পুলিশ রাহুলকে ওই মহিলার বিবরণ দিতে বলে। যদিও সেই নোটিসে কোন সাড়া দেননি তিনি। তার প্রেক্ষিপ্তেই আজ সাতসকালেই রাহুল গান্ধীর বাড়িতে হাজির হয় দিল্লি পুলিশের বিশেষ দল। জানা গিয়েছে বক্তব্যের ব্যপারে বিশদে জানার জন্য দিল্লি পুলিশ রাহুলের বাসভবনে গিয়েছেন।

2023-03-19T05:49:41Z dg43tfdfdgfd