দলনেত্রীর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে ফের বিতর্কে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। তাঁর বিরুদ্ধে দলেরই সংখ্যালঘু সেলের সভাপতিকে বেধড়ক পেটানোর অভিযোগ। পালটা কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতার দাবি, পার্টি অফিসে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করায় রিঙ্কু চৌধুরী নামে ওই ব্যক্তিকে পার্টি অফিস থেকে বার করে দেওয়া হয়েছে মাত্র।
শুক্রবার বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে দলের জেলার কোর কমিটির সদস্য কাজল শেখকে সতর্ক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশি কথা বললে শো-কজ করার হুঁশিয়ারি দেন তিনি। কিন্তু কেষ্ট দিল্লি প্রবাসী হওয়ার পর থামতে রাজি নন কাজল।
অনুব্রত ঘনিষ্ঠ নেতা নানুরের কেরিম খানের অনুগামী রিঙ্কুর দাবি, শুক্রবার সন্ধ্যায় নানুরের পার্টি অফিসে বসেছিলেন তিনি। তখন কাজল ঘনিষ্ঠ নেতা সুব্রত ভট্টাচার্য এসে তাঁকে পার্টি অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। সুব্রতবাবু বলেন, অনুব্রতর কোনও লোক পার্টি অফিসে ঢুকবে না। একথা শুনে তিনি পার্টি অফিস থেকে বেরোতে অস্বীকার করলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
পালটা সুব্রতবাবুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের কথা উল্লেখ করে পার্টি অফিসে বসে গরম গরম কথা বলছিল রিঙ্কু। তাতে ছেলেরা উত্তেজিত হয়ে উঠছিল। অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কায় আমি ওকে বেরিয়ে যেতে বলি। কিন্তু ও বেরোয়নি। এর পর ছেলেরা ওকে বার করে দেয়। এটাকেই ও মারধর বলছে।
বীরভূমে তৃণমূলের রাজনীতিতে অনুব্রতর ঘোর বিরোধী বলে পরিচিত কাজল শেখ। অনুব্রতর দাপটে দীর্ঘদিন কার্যত একঘরে ছিলেন তিনি।
2023-03-25T14:41:44Z dg43tfdfdgfd