মোহনবাগানের সংবর্ধনা মঞ্চে মুখ্যমন্ত্রীর মুখে ইস্টবেঙ্গলের নাম, কারণটা কী

কলকাতা: মঞ্চ ছিল আইএসএল জয়ী মোহনবাগানের সংবর্ধনার। কথা মতই উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সকলের জন্য এনেছিলেন মিষ্টি ও উপহার। মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেয় সবুজ-মেরুণ কর্তৃপক্ষ। মঞ্চে মোহানবাগান প্লেয়ার-কোচেদের সংবর্ধনা জানান মুখ্যামন্ত্রী। কিন্তু হঠাৎই মোহনবাগানের সংবর্ধনার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ইস্টবেঙ্গলের নাম। চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাবের নাম শুনে সবুজ-মেরুণ সমর্থকরা খানিক চিৎকার করে ওঠে। ইস্টবেঙ্গলের আইএসএলে খারাপ পারফরম্যান্সের ব্যাখ্যাও দেন।

আসলে ইস্টবেঙ্গল ক্লাবের স্পনসর পাওয়ার ক্ষেত্রে শেষ কয়েক বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোহনবাগানের সংবর্ধনা মঞ্চ থেকে আইএসএলে লাল-হলুদের খারাপ েখলার কারণ হিসেবে অনেক পরে দল তৈরি করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,"ইস্টবেঙ্গল ভালভাবে দল তৈরি করতে পারেনি। যখন ওরা দল গঠনের কাজ শুরু করছে তখন ওরা খুব দেরি করে ফেলেছে। ওরা টিমটাও ভালোভাবে তৈরি করতে পারেনি। আগামি দিনে ওরাও ভালো করবে।" এদিন মঞ্চ থেকে মোহনবাগানেরও ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান ফ্যানেরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান তিনি কোন ক্লাবের ফ্যান। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আমি কোন ক্লবের ফ্যান তা বলব না।"

আরও পড়ুনঃ 'বাংলাকে অবহেলা করলে হবে না, বাংলা জয় করতে পারে', ভারতসেরা মোহনবাগানের সংবর্ধনা মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর

এদিন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আপনারা খুব ভালো, আপনারা ইতিহাস রচনা করেছেন। আমার শুভেচ্ছা জানবেন আপনাদের পরিবারকে। আমি দেখলাম বাংলার ও অনেক ছেলে এখানে খেলেছেন। তাদের জীবনে একরাশ স্বপ্ন। মোহনবাগান আমাদের এই পথ দেখিয়েছে। সারা দেশের মধ্য আপনারা জিতেছেন। আমি চাই আপনারা আগামী দিনে বিশ্বসেরা হন। বাংলাকে নেগলেক্ট করলে হবে না। বাংলা জয় করতে পারে।আপনারা আরো ভালো খেলুন। আপনারা বাংলার ধ্রুবতারা। আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন।" এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"ফাইনালের দিন সকাল বেলায় আমি স্বপ্নেই দেখেছিলাম মোহনবাগান জিতছে।" মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা উপহারও দেন মুখ্যমন্ত্রী।

2023-03-20T10:07:08Z dg43tfdfdgfd