ASADUDDIN OWAISI ON CONDOM : 'মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে', দাবি আসাদুদ্দিন ওয়াইসির

নির্বাচনী প্রচারে কংগ্রেসের ইস্তেহার নিয়ে আক্রমণ করতে গিয়ে লাগাতার মুসলিম প্রসঙ্গ উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে তারা দেশের মানুষের সম্পদ মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। এই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'যাদের অনেক সন্তান রয়েছে...।' যা নিয়ে এবার ফুঁসে উঠলেন আসাদুদ্দিন ওয়াইসি।

মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইঙ্গিতবঙ্গ মন্তব্যের জবাব দিতে গিয়ে মুসলিমদের কন্ডোম ব্যবহার নিয়ে বড় মন্তব্য করেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। একটি নির্বাচনী জনসভা থেকে AIMIM সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি দাবি করেন, 'মুসলিমরাই সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করেন।'

উল্লেখ্য, সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন নির্বাচনী জনসভায় মুসলিম ইস্যুতে কংগ্রেসকে লাগাতার আক্রমণ করেছেন। মোদীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছে কংগ্রেস। এরই জবাব দিতে গিয়ে ওয়াইসির দাবি, জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে যথেষ্ঠ সতর্ক। মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোমের ব্যবহার করেন। মোদীর বিরুদ্ধে তোপ দেগে ওয়াইসির অভিযোগ, 'ধর্মের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের দেওয়াল তৈরি করছেন নরেন্দ্র মোদী।' প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে ওয়াইসি দাবি করেন, 'দেশের জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে মুসলিমদের অবদানের যে ধারণা গড়ে তোলা হচ্ছে, তা মিথ্যা। কেন আপনি এমন ভীতিপূর্ণ ধারণা তৈরি করছেন? মুসলিমরা বেশি সন্তানের জন্ম দেয়? মোদী সরকারেরই তথ্য বলছে জন্মের হার এবং জনসংখ্যার নিরিখে মুসলিমরা পিছিয়ে আছে। মুসলিমরাই সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করে। আর এটা বলার মধ্যে কোনও লজ্জা নেই।' হায়দরাবাদের বিদায়ী সাংসদের আরও বক্তব্য, 'দলিত এবং মুসলিমদের প্রতি অকারণ ঘৃণার সঞ্চার করছেন প্রধানমন্ত্রী। একটা দেশের প্রধানমন্ত্রী বলছেন, জনসংখ্যার ১৫ শতাংশ হল অনুপ্রবেশকারী। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।'

প্রসঙ্গত, পরের পর নির্বাচনী জনসভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, বিরোধীরা যদি সরকারে আসে, তাহলে তারা সাধারণ মানুষের সম্পত্তি ছিনিয়ে নিয়ে তা 'অনুপ্রবেশকারীদের' মধ্যে বিলিয়ে দেবে। সম্প্রতি রাজস্থানের বাঁশওয়ারাতে এক নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, দেশের সম্পদের উপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের। তাহলে তারা যদি এখন সম্পত্তি পুনর্বণ্টন করে, তাহলে কাদের দেবে বুঝতে পারছেন তো? সম্পদ তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে যাদের অনেক অনেক সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। আপনাদের কষ্টার্জিত ধন কি এভাবে অনুপ্রবেশকারীদের বিলিয়ে দেওয়া যায়? আপনারাই বিবেচনা করুন। এমনটা হলে মেনে নিতে পারবেন তো?' মোদীর এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-29T03:03:39Z dg43tfdfdgfd