BANGLADESH RAILWAY : বাংলাদেশে ট্রেনের টিকিট কাটার নতুন পদ্ধতি, চালু হচ্ছে টিভিএম মেশিন

বাংলাদেশের ট্রেনে টিকিট কাটার জন্য চালু করা হল নতুন একটি পদ্ধতি। সেখানে নতুন পদ্ধতিতে টিকিট কাটার জন্য নিয়ে আসা হয়েছে মেশিন। ঢাকার কমলাপুরসহ বেশ কিছু স্টেশনে বসানো হয়েছে টিকিট ভেন্ডিং মেশিন (টিভিএম)। এই মেশিন নিয়ে অনেকেই উৎসাহ দেখালেও অনেকেই এর উপযোগিতা এবং ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন।

কোথায় বসানো হয়েছে?শনিবার থেকে চালু হয়েছে এই পদ্ধতি। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ঢাকার কমলাপুর স্টেশনে চারটি, বিমানবন্দর স্টেশনে দুটি, চট্টগ্রাম স্টেশনে দুটি এবং সিলেট, কক্সবাজার, রাজশাহী, খুলনা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এবং রংপুর স্টেশনে একটি করে এই ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি স্টেশনে এই মেশিন বসানো হবে।

স্টেশনে টিভিএম মেশিন স্থাপন প্রসঙ্গে রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক আধিকারিক শাহ আলম কিরণ শিশির বলেন, 'ঢাকা, বিমানবন্দর, ময়মনসিংহ, সিলেটসহ বড় স্টেশনগুলোতে টিভিএম দেওয়া হচ্ছে। একইসঙ্গে টিকিটের বেশি চাহিদা আছে সেই রকম স্টেশনগুলিতেও এই মেশিন দেওয়া হচ্ছে।' তিনি বলেন, 'স্টেশনে এসে যাত্রী যেন নিজেই টিকিট কাটতে পারেন এবং অনলাইনে টাকা পরিশোধ করতে পারেন, সেইজন্য এই ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এটি সবসময় খোলা থাকবে।'

কী ভাবে টিকিট রেলওয়ে স্টেশনগুলির টিকিট কাউন্টারের পাশেই রাখা হয়েছে টাচ স্ক্রিনের একটি মেশিন। ওই স্ক্রিনে যাত্রার তারিখ ও এবং কোন স্টেশন থেকে গন্তব্য স্টেশনের নাম লেখার ঘর পূরণ করে ‘সার্চ ট্রেন’ অপশনে ক্লিক করলেই দেখা মিলবে কাঙ্ক্ষিত গন্তব্যের ট্রেনগুলোর নাম এবং আসন সংখ্যা। সেখানে ওয়েবসাইটের মতো প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে পেমেন্ট করলেই বের হয়ে আসবে কাঙ্ক্ষিত ট্রেনের একটি টিকিট। তবে এই মেশিনে নগদ টাকা দেওয়ার কোনও সুযোগ নেই। রেলের সূত্রে জানা গিয়েছে আগেই স্টেশনের কাউন্টার ছাড়াও ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিটের ব্যবস্থা করা হয়েছে, এটা তাঁদের জন্য নতুন একটি সংযোজন।

প্রশ্ন যাত্রীদের

এই নতুন প্রযুক্তিতে বাংলাদেশের সাধারণ মানুষ লাভবান হবে বলে রেলের আধিকারিকদের দাবি। তবে টিকিটের জন্য টাকা দিতে হবে অনলাইনে। এর কারণে অনেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই নতুন মেশিন নিয়ে আগ্রহ আছে সবারই। মোতালেব হোসেন নামের একজন বলেন, 'কাউন্টারে লম্বা লাইন থাকে। তাই এই মেশিন ব্যবহার করে সহজেই টিকিট কাটা যাবে।'

যদিও অনেকেই জানান, ওই মেশিনটি আছে সবার সামনেই। টিকিটের দাম অনলাইনে। তাই অনেকেই নিরাপদ বোধ করছেন না। তাঁদের আশঙ্কা, অনেকেই তাঁর ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড জেনে যাবেন। তাই সেখানে এটিএম বুথের মত ঘেরা জায়গা করার দাবিও করেছেন অনেকেই। সেখানে নগদ টাকা দেওয়ার ব্যবস্থা থাকলেই সবাই উপকৃত হবেন বলে মনে করেন যাত্রীদের একাংশ।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-22T12:40:41Z dg43tfdfdgfd