BENGALI KILLED BY CAA PROTESTORS IN MEGHALAYA: মেঘালয়ে সিএএ বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায়

সিএএ বিরোধী মিছিল পা মেলানো উত্তেজিত জনতার গণধোলাইতে প্রাণ গেল ২ ব্যক্তির। বুধবার দুপুরে মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার সোহরা সিভিল সাব ডিভিশনের অধীনে ইছামতি এলাকায় এই ঘটনাটি ঘটে। মেঘলায়ের রাজধানী শিলং থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ইছামতি। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের খুব কাছেই অবস্থিত এই এলাকা। সেখানে আদিবাসী এবং বাঙালি বা অন্য ভাষাভাষী লোকেরা একই সঙ্গে বসবাস করে। এদিকে বাঙালি সংগঠন 'বাংলা পক্ষ'-এর তরফ থেকে দাবি করা হচ্ছে, মেঘালয়ে মৃত দুই ব্যক্তির একজন বাঙালি। এই আবহে আজ কলকাতায় মেঘালয় ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি পালন করার ঘোষণা করেছে তারা। (আরও পড়ুন: 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের)

আরও পড়ুন: CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

আরও পড়ুন: মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

রিপোর্ট অনুযায়ী, ইছামতির বেশ কিছু গোষ্ঠীর সঙ্গে খাসি স্টুডেন্টস ইউনিয়ন একটি সিএএ বিরোধী মিছিলেন আয়োজন করেছিল বুধবার। সেই সমাবেশের পরেই এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এদিকে পুলিশ জানাচ্ছে, যে মৃত দুই ব্যক্তি সেই সমাবেশস্থলের পাশ দিয়ে শুধুমাত্র হেঁটে যাচ্ছিলেন। এদিকে মৃতদের নাম এসান সিং এবং সুজিত দত্ত বলে বলে জানা গিয়েছে। এসান ইছামতিরই বাসিন্দা ছিলেন। এদিকে সুজিত ছিলেন দালদার বাসিন্দা। এদিকে বাংলা পক্ষ এই ঘটনার প্রতিবাদ করলেও নৈতিক ভাবে রাজ্যে সিএএ-র বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিটিং-মিছিল করেছে তারা। তাদের দাবি, সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পেতে গেলে ভারতে বসবাসকারী ব্যক্তিদের বলতে হবে যে তারা বাংলাদেশি নাগরিক। এই আবহে বিজেপি নেতৃত্বের উদ্দেশে বাংলা পক্ষ একাধিকবার প্রশ্ন ছুঁড়ে দিয়েছে। (আরও পড়ুন: সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর)

আরও পড়ুন: ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর

আরও পড়ুন: আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে

এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তত ২০ জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি আখ্যা দিয়ে ওড়িশায় মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনাও সিএএ বিধি কার্যকর করার জেরেই ঘটেছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। রিপোর্ট অনুযায়ী, গত ১৯ মার্চ ওড়িশার ভদ্রকে মুর্শিদাবাদ থেকে আসা প্রায় ২০ জন পরিযায়ী শ্রমিকের উপর হামলা চালানো হয়েছিল। এর এক সপ্তাহ আগেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি কার্যকর করার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরে ওড়িশার খবরটি প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। সেই ২০ জন পরিযায়ীকে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন তিনি। এদিকে এই ঘটনা রপরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে চিঠি লিখেছেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান ডেরেক।

2024-03-29T10:08:37Z dg43tfdfdgfd