Donald Trump Hush Money Case: মার্কিন প্রেসিডেন্ট হিসাবে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই শপথ! তার আগেই প্রবল অস্বতিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্ন তারকাকে দেওয়া ঘুষ সংক্রান্ত মামলায় আজ শুক্রবারই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাজার ঘোষণা করা হবে।
শপথ গ্রহণের ১০ দিন আগে বিপাকে ডোনাল্ড ট্রাম্প, শাস্তি স্থগিত করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। যার জেরে প্রবল অস্বস্তিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলার রায় পিছিয়ে দেওয়ার জন্যে নিউইয়র্কের এক আদালতে আপিল করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। তবে তাঁর সেই আর্জি খারিজ করে দেয় আপিল আদালত। রায় ঘোষণা পিছিয়ে দিতে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সেখান থেকে স্বস্তি পান নি তিনি।
ট্রাম্পের সাজা বিলম্বের আপিল খারিজ সুপ্রিম কোর্টের। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন। এই মামলায়, মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের সাজা বিলম্বিত করার আপিল খারিজ করে দিয়েছে।
চরম অস্বস্তিতে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্ন তারকাকে দেওয়া ঘুষ সংক্রান্ত মামলায় আজই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাজার ঘোষণা করা হবে। সুপ্রিম কোর্টে আবেদনেও কোন লাভ হয়নি। গতকাল সুপ্রিম কোর্ট ট্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছে। এই আদেশের ফলে শুক্রবার বিচারপতি জুয়ান এম. মার্চান ট্রাম্পের সাজা ঘোষণা করবেন।
উল্লেখ্য মে মাসে ৩৪টি মামলায় আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিলেন, যার মধ্যে রয়েছে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া ঘুষ সংক্রান্ত মামলা। যদিও ট্রাম্প তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন। ট্রাম্পের আইনজীবীরা তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
ডোনাল্ড ট্রাম্পকে আজ ভার্চুয়ালি আদালতের শুনানিতে অংশ নিতে পারেন। ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় আদেশকে "অবৈধ" এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত বলে "অভিহিত করেছেন। ট্রাম্পের আইনজীবীরা বলছেন যে অন্তত তার আপিলের শুনানি না হওয়া পর্যন্ত সাজা ঘোষণা স্থগিত রাখা উচিত।
2025-01-10T05:12:37Z