হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রবিবার বন্ধ থাকবে সব ট্রেন পরিষেবা। বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলায় বাতিল থাকবে লোকাল ট্রেন। রবিবার, ছুটির দিন হলেও সমস্যায় পড়বেন যাত্রীরা। তবে ওই দিন পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকায় জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল। ওই ট্রেনে উঠতে পারবেন সাধারণ যাত্রীরাও। এমনটা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। জানুন কখন কখন চলবে ওই দুই জোড়া স্পেশাল ট্রেন-
শুক্রবার পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে,হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলায় রবিবার রাত ১২ টা ৩০ মিনিট (মধ্যরাত) থেকে রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত লোকাল ট্রেন চলবে না। রবিবার রাত ১২ টা থেকে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সব লোকাল ট্রেন (প্রান্তিক স্টেশন থেকে ছাড়ার সময়) বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল।
রবিবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকার কারণে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। কখন কখন চলবে ট্রেন? রইল তালিকা-
বর্ধমান-হাওড়া স্পেশাল (কর্ড শাখা)- রবিবার সকাল ৮ টা ১০ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছাড়বে। সকাল ১০ টা ১৫ মিনিটে যাবে হাওড়ায়।
বর্ধমান-হাওড়া স্পেশাল (কর্ড শাখা)- বর্ধমান থেকে সকাল ৯ টা ১৫ মিনিটে ছাড়বে। হাওড়ায় পৌঁছবে সকাল ১১ টা ২০ মিনিটে।
হাওড়া-বর্ধমান স্পেশাল (কর্ড শাখা)- রবিবার দুপুর ২ টো ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ট্রেন। বিকেল ৪ টে ৫০ মিনিটে পৌঁছবে বর্ধমানে।
হাওড়া-বর্ধমান স্পেশাল (কর্ড শাখা)- ছাড়বে দুপুর ৩ টে ৩৫ মিনিটে ছাড়বে হাওড়া থেকে। বর্ধমান পৌঁছবে বিকেল ৫ টা ৪০ মিনিটে।
আরও পড়ুন- আপনি অসুখী? বিপদ বাড়ার আগে শরীরের এই ৫ লক্ষণে চিনে নিন
কর্ড লাইনে বন্ধ থাকলেও ডানকুনি পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন। রবিবার বর্ধমান-ডানকুনি-বর্ধমানের মধ্যে চলবে আট জোড়া স্পেশাল লোকাল ট্রেন। দেখে নিন তালিকা-
বর্ধমান স্টেশন থেকে ছাড়বে
ভোর ৫ টা ৪০ মিনিটে। ডানকুনিতে যাবে সকাল ৭ টা ১০ মিনিটে।
কাল ৬ টা ৫০ মিনিট। সকাল ৮ টা ২০ মিনিটে যাবে ডানকুনিতে।
সকাল ৭ টা ৩০ মিনিটে। ডানকুনিতে সকাল ৯ টায় পৌঁছাবে।
সকাল ৮ টা ৩৫ মিনিট। ডানকুনিতে পৌঁছবে সকাল ১০ টা ৫ মিনিটে।
দুপুর ৩ টে ২৫ মিনিট। ডানকুনিতে বিকেল ৪ টে ৫৫ মিনিটে পৌঁছবে।
বিকেল ৪ টে ৫০ মিনিট। ডানকুনিতে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে পৌঁছবে।
বিকেল ৫ টা ৫০ মিনিট। ডানকুনিতে পৌঁছবে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে।
সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট। রাত ৮ টা ১৫ মিনিটে যাবে ডানকুনিতে।
ডানকুনি স্টেশন থেকে ছাড়বে
সকাল ৭ টা ২৫ মিনিট। বর্ধমানে পৌঁছবে সকাল ৯ টা ২৫ মিনিটে।
সকাল ৮ টা ৩৫ মিনিট। সকাল ১০টা ৫ মিনিটে পৌঁছবে বর্ধমানে।
সকাল ৯ টা ১৫ মিনিট। বর্ধমানে পৌঁছবে সকাল ১০ টা ৪৫ মিনিটে।
সকাল ১০ টা ২০ মিনিট। সকাল ১১ টা ৫০ মিনিটে বর্ধমানে।
বিকেল ৫ টা ১০ মিনিট। বর্ধমানে যাবে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে।
সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিট। রাত ৮ টা ৫ মিনিটে যাবে বর্ধমানে।
সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট। বর্ধমানে যাবে রাত ৯ টা ৫ মিনিটে।
রাত ৮ টা ৩০ মিনিট। রাত ১০ টায় পৌঁছবে বর্ধমানে।
মেইন লাইনে রবিবার ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।
2023-03-25T02:16:30Z dg43tfdfdgfd