INDIA TODAY CONCLAVE 2023 : 'নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন মোদীজি', আত্মবিশ্বাসী শাহ

আসন্ন লোকসভা নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী (Narendra Modi), ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-এর (India Today Conclave 2023) মঞ্চে উপস্থিত হয়ে সরাসরি এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন অমিত শাহ বলেন, 'আসন্ন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপির সরকার হবে এবং মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ, উভয়ের আসনই বাড়বে আগামী নির্বাচনে'। 

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারেবারেই সিবিআই-ইডির মতো এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগ তুলছে বিরোধীরা। এদিন সেই অভিযোগও জবাব দেন অমিত শাহ। তিনি বলেন, 'কোনও এজেন্সি আদালতের ওপরে নয়, যে কোনও নোটিশকে আদালতে চ্যালেঞ্জ করা যায়। যে সমস্ত ইস্যুত নিয়ে বলা হচ্ছে, সেগুলি প্রতিটাই তাদের (বিরোধীদের) সময়ে রয়েছে, আমাদের সময়ে হয়নি, তাদের তো আদালতে যেতে কেউ বাধা দেয়নি, তাদের দলে তো আইনজীবীও অনেক আছে। এজেন্সি স্বাধীনভাবে কাজ করেছে, তাতে কারও কোনও প্রভাব নেই'। 

সাম্প্রতিককালে আদানি ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করছেন বিরোধীরা। এদিন কনক্লেভের মঞ্চে সেই ইস্যুতে প্রশ্ন করা হলে অমিত শাহ বলেন, 'দেশের সুপ্রিম কোর্ট একটি কমিটি তৈরি করেছে। তার সামনে সমস্ত পক্ষের তথ্য রাখা উচিত এবং তাতে ভরসা রাখা উচিত। সেটা সকলের অনুসরণ করা উচিত। সুপ্রিম কোর্ট সেবিকে বলেছে, সেবিও তদন্ত করছে'। 

এদিন দেশের নিরাপত্তা নিয়েও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'এই ৯ বছরে সমস্ত হিংসা ৭০ শতাংশ কমেছে। কাশ্মীরে স্থানীয় যুবকদের নিয়ে জঙ্গি সংগঠনে নিয়োগ প্রায় বন্ধ। কাশ্মীরের জনতা অনুভব করছে যে এখন আইনশৃঙ্খলা রয়েছে। ঝাড়খন্ড-বিহার বামপন্থী উগ্রপন্থা থেকে মুক্ত হয়েছে। ছত্তীসগড়ের ৪ জেলায় বামপন্থী উগ্রপন্থী রয়েছে, এতেও সাফল্য আসবে। উত্তরপূর্বের অনেক যুবক অস্ত্র ছেড়ে মূল স্রোতে এসেছে'। স্বাধীনতার পর ভিতর ও বাইরে থেকে দেশ এখনই সবচেয়ে বেশি সুরক্ষিত বলেও দবি করেন অমিত শাহ। 

 

আরও পড়ুন - 'জন্মদিন-স্কুল পার্টি নয়, বড় মঞ্চে পারফর্ম করবে?' বাবা-মায়ের সেই কথাই স্মরণ সুহানীর

2023-03-17T16:27:08Z dg43tfdfdgfd