Kaliganj Incident: তামান্নার বিচারের দাবিতে SFI- DYFI-র অভিযানে ধুন্ধুমার
ABP Ananda LIVE: তামান্নার বিচারের দাবি, বামেদের বিক্ষোভে তুলকালাম। কৃষ্ণনগরে SP অফিস অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বোমায় নিহত তামান্না, এখনও অধরা ১৪। বিচারের দাবিতে SFI- DYFI-র অভিযানে ধুন্ধুমার। ওঁর মিশন সম্পূর্ণ হয়েছে, ঈশ্বর এবং গোটা দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, প্রতিক্রিয়া শুভাংশুর বাবার ওঁর মিশন সম্পূর্ণ হয়েছে, ঈশ্বর এবং গোটা দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, প্রতিক্রিয়া শুভাংশুর বাবার। ইতিহাস রচনা করে ঘরের ছেলে ঘরে ফিরলেন কার্যত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। (Shubhanshu Shukla) আগে থেকেই সেখানে মোতায়েন রাখা ছিল নৌকা, জাহাজ। শুভাংশুদের ক্যাপসুলটি জল ছুঁতেই, শুরু হয় উদ্ধারকার্য। একে একে সকলকে বের করে আনার কাজ শুরু হয়। এদিকে, ছেলের পৃথিবীতে প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিলেন শুভাংশুর পরিবার। লখনউতে বিশেষ অনুষ্ঠানে শামিল হয়ে সরাসরি ছেলের অবতরণ দেখছিলেন তাঁরা। শুভাংশুদের প্যারাশ্যুট চোখে পড়তেই চোখ ভিজে যায় তাঁর। মহাকাশযানটি সফল ভাবে অবতরণ করে কেক কেটে উদযাপনও করেন সকলে।
2025-07-15T14:30:20Z
দিলীপ ঘোষ কি তাহলে বিজেপি ছেড়ে দিচ্ছেন? শেষমেশ পুরোটাই স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য!
কলকাতা: আগামী ১৮ জুলাই, শুক্রবার, দুর্গাপুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মোদির এই সফর রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে এই সভার চেয়েও বেশি চর্চার কেন্দ্র হয়ে উঠেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিল্লি সফর সেরে ফেরার পর থেকেই প্রধানমন্ত্রীর মঞ্চে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়েই এখন জোর গুঞ্জন চলছিল বঙ্গ বিজেপির অন্দরে। দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশসহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের মতে, এই সফরই হয়ত দিলীপের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আর সেই কারণেই ১৮ জুলাইয়ের দুর্গাপুর সভাকে ঘিরে তাকে মঞ্চে কিংবা সভাস্থলে দেখা যাবে কিনা এ বিষয়ে ঘিরে এত উত্তেজনা। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব সর্বোচ্চভাবে পাশে রয়েছে দিলীপ ঘোষের। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে পরামর্শ দেওয়া হয়েছে দিলীপ ঘোষ বিজেপির শীর্ষ নেতৃত্বে সকল সফরের কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এমনকি তিনি আগে কেন প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী জনসভায় অংশগ্রহণ করেননি, সে ব্যাপারেও প্রশ্ন তোলা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদির দুর্গাপুরের সভাতেও। তাহলে কি দিলীপ ঘোষের সঙ্গে দলের কোন্দল মিটতে চলেছে? উত্তরবঙ্গে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হল বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্যকে। উত্তরে যা বললেন শমীক, তাতেই স্পষ্ট হয়ে গেল সব। দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্নের উত্তরে শমীক বলেন, ”দিলীপ ঘোষ কি অন্য দলের নেতা? উনি বিজেপিতেই ছিলেন, আছেন, থাকবেন। পশ্চিমবঙ্গে দিল্লি লাইন বা কেরল লাইন নেই। একটাই লাইন-বিজেপি। আর আমাদের লক্ষ্য তৃণমূলকে হঠানো।” জানা গিয়েছে, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য চাইছেন দুর্গাপুরের সভায় রাজ্য বিজেপির সব শীর্ষ নেতাই উপস্থিত থাকুন। এতে বিজেপির ভেতরের ঐক্যের বার্তা দেওয়া যাবে বলেই তাঁর মত। সেই কারণে দিলীপ ঘোষও মঞ্চে থাকতে পারেন বলে দলের অন্দরে আলোচনা চলছে। আমন্ত্রণ জানানো হয়েছে দিলীপ ঘোষকে, রাজ্য বিজেপির তরফে এমনটাই খবর। যদিও বিষয়টি নিয়ে দিলীপ ঘনিষ্ঠদের মুখে কুলুপ। তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভার মাত্র তিন দিন আগেই মোদির এই সভা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী কোন বার্তা দেন এবং রাজ্য নেতৃত্বের মধ্যে কেমন সমন্বয় দেখা যায়, তা নজর রাখার মতো বিষয়। দিলীপ ঘোষ মঞ্চে থাকলে তা একদিকে বিজেপির অভ্যন্তরীণ বিভাজন মেটানোর বার্তা দেবে, আবার অন্যদিকে তাঁর রাজনৈতিক গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিতও বয়ে আনবে।
2025-07-14T10:20:39Z
Kakurgachi: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, তৎকালীন OC--সহ ৪জনের জেল হেফাজত | BJP News
ABP Ananda LIVE : বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠাল CBI- এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দে-কেও ৩১ জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাতে এই পুলিশকর্মীদের নাম ছিল। CBI-এর চার্জশিটে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামা-চাপা দেওয়া ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়। প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের দিনই দিল্লি গেলেন দিলীপ ঘোষ। বৈঠক করলেন জেপি নাড্ডার সঙ্গে। যদিও কী নিয়ে কথা, তা নিয়ে একটি শব্দও বললেন না। তিনি তাঁর পার্টিতে অস্বস্তি বোধ করছেন, এটা তো নিশ্চয়ই তাঁর উচ্চ নেতৃত্বকে জানাতে যাচ্ছেন, মন্তব্য় করেছেন শশী পাঁজা। এদিকে, শমীক ভট্টাচার্য বলছেন, দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং সক্রিয়ভাবে বিজেপিতেই থাকবেন।
2025-07-19T17:45:20Z
PM Modi: শিল্পনগরী দুর্গাপুরের সভা থেকে, শিল্প নিয়েই তৃণমূলকে সরাসরি আক্রমণে প্রধানমন্ত্রী
ABP Ananda LIVE: শিল্পনগরী দুর্গাপুরের সভা থেকে, শিল্প নিয়েই তৃণমূল সরকারকে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। বললেন--- "তৃণমূলের গুন্ডা ট্য়াক্স পশ্চিমবঙ্গে বিনিয়োগের পথে বাধা। বিনিয়োগের ক্ষেত্র মাফিয়ার কব্জায়। তারা পশ্চিমবঙ্গে লগ্নিতে বাধা দেয়।" সিন্ডিকেটরাজ, গুন্ডা ট্য়াক্স, মাফিয়ার মতো বাছা বাছা সব শব্দবন্ধ ব্য়বহার করে নরেন্দ্র মোদি বলেন--- "আমি জানি, পশ্চিমবঙ্গে যত সম্ভাবনা আছে, তা দেখে, সারা বিশ্বের বিনিয়োগকারীরা এখানে লগ্নি করতে চাইবেন। কিন্তু, তাঁরা যখন দেখেন, এখানকার সিন্ডিকেটরাজ, কীভাবে এখানে টাকা তোলা হয়, ব্য়বসায়ীদের থেকে টাকা তোলা হয়, কীভাবে তৃণমূলের লোকেরা ভাঙচুর এবং কাজ বন্ধের হুমকি দেয়, তখন তারাও ভয়ে পালিয়ে যায়।" পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তিনি সরাসরিই আহ্বান জানান--- "তৃণমূলকে সরাও, বাংলাকে বাঁচাও।" পাল্টা তৃণমূল অবশ্য় বলছে, 'প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটা সত্য়ের অপলাপ। পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা'।
2025-07-19T03:15:18Z
TMC News: সোমবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ, ধর্মতলায়, জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
ABP Ananda LIVE: সোমবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। ধর্মতলায়, জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার, প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার। পাশাপাশি, রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা যেখানে যেখানে এসে থাকবেন, সেই জায়গাগুলোতেও প্রস্তুতি তুঙ্গে। কাঁকুড়গাছিকাণ্ডে তৎকালীন OC-সহ ৪জনের জেল হেফাজত, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন নারকেলডাঙা থানা থেকে টালা থানা। ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার খুনের মামলা থেকে আর জি করে তরুণী চিকিৎসক খুনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ পুলিশেরই বিরুদ্ধে। এই আবহেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন। বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠাল CBI- এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দে-কেও ৩১ জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাতে এই পুলিশকর্মীদের নাম ছিল। CBI-এর চার্জশিটে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামা-চাপা দেওয়া ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়।
2025-07-20T02:30:21Z