MAMATA BANERJEE ON SSC VERDICT: হাইকোর্টের এসএসসি রায়: প্রচারে আজও তেড়েফুঁড়ে আক্রমণ মমতার, দিলেন বার্তাও

Mamata Banerjee At Bhatar Campaign: সোমবার এসএসসি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে ‘বেআইনি’ বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। আদালতকে ‘বিজেপির বিচারালয়’ বলে তোপ দেগেছিলেন। ২৪ ঘন্টার বেশি সময় পার। একই ইস্যুতে মঙ্গলবারও বিজেপি ও আদালতকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন চাকরিহারাদের পাশে থাকার।

মঙ্গলবার ভাতারে লোকসভা ভোটের প্রচারসভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ নিয়ে ফের মুখ খোলেন মুখ্যমন্ত্রী। ডিভিশন বেঞ্চের নির্দেশকে এ দিন ‘একতরফা’ বলে সোচ্চার হন মমতা।

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

প্রচারসভায় চড়া সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২ কোটি লোককে চাকরি দেবেন বলেছিলেন। একটা লোককে চাকরি দেননি। আর আমরা বাংলায় যখন চাকরি চাকরি দি, তখন আপনারা কোর্টেকে দিয়ে সেগুলো খেয়ে নেন। ওরা তো আমাদের আন্ডারে নয়, আপনাদের আন্ডারে।’

এরপরই মমতা বলেন, ‘আমি রায় নিয়ে বলছি, বিচারকের নাম নিয়ে বলছি না, আমার প্রয়োজন পড়ে না। যদি বলতেন এখানে অসুবিধা আছে, ভুল হয়েছে, সংশোধন করে নাও। করে নিতাম আমরা। ভুল হতেই পারে। যে কেই করতে পারেন। সবটাতো আর আমি চালাই না। শিক্ষা দফতর স্বতন্ত্র। আজকে বলু তো যাঁরা একতরফা রায় দিয়ে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিলেন, আর বললেন এক মাসের মধ্যে আট বছরের মাইনে সুদ সহ টাকা ফেরৎ দিতে হবে, পারবেন?’

আরও পড়ুন- Darjeeling Politics: পাহাড়ে মহা-জোট! ভিডিও বার্তায় বিজেপির রাজু বিস্তাকে সমর্থনের ঘোষণা কংগ্রেস নেতার

মমতা প্রশ্ন করেন, ‘এই রায় যাঁরা দিলেন তাঁদের ঘরের কেউ যদি হত, সরকারি টাকায় চলবেন, সরকারি টাকায় খাবেন, সরকারি টাকায় সুরক্ষা নেবেন, আর সরকারি টাকায় সবটাই নেবেন। আর এক কলমের খোঁচায় সবার চাকরি খেয়ে নিলেন। একবারও ভাবলেন না।’

চাকরিহারাদের কেউ আত্মহত্যা করলে কে দায় নেবেন তা নিয়ে প্রশ্ন তুলে দেন মমতা। মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘চিন্তা করবেন না। আমরা আমাদের সাধ্য মত চেষ্টা করছি। সুপ্রিম কোর্টে আবেদন করব।’

চাকরি ইস্যুতে নাম না করলেও রাজ্যের বিরোধী দলনেতাকে এদিনও ‘গদ্দার’ বলেন। গত শনিবার শুভেন্দু অধিকারী সোমবার উল্লেখ করে ‘বোমা’ হুঁশিয়ারি দিয়েছিলেন। যা তুলে ধরে মমতা বলেন, ‘বলছে বোমা ফাটাবে সোমবার। আরে কোর্টে এই রায় দেবে সেটা তুই জানলি কি করে? এত মানুষের চাকরি খেয়ে নাচছে। এখন এঁরা যাবে কোথায়? এখন ওই বোমা হজম হয় কিনা দেখি।’

2024-04-23T11:56:32Z dg43tfdfdgfd