MAMATA BANERJEE: মমতার 'জিভ টেনে নেওয়ার' মন্তব্য বিতর্কের ঝড়, মুখ্যমন্ত্রীর 'ভাষা' নিয়ে সরব বিরোধীরা

কলকাতা: ভোটের মুখে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি মন্তব্যে নিয়ে তুমুল বিতর্কের সূত্রপাত বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার চালসার একটি হোটেলে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে উঠেছিল চোর স্লোগান।  সেই সময় মঙ্গলবাড়ি বাজারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে পথসভা করছিল বিজেপি। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখা মাত্রই রাস্তার ধারে দাঁড়িয়ে ‘চোর’ কটূক্তি করেন বিজেপি কর্মীরা। আর মঙ্গলবার, ময়নাগুড়ির সভা থেকে, এই নিয়ে বিক্ষোভকারীদের তুলোধনা করলেন তিনি। 

এদিন মমতা বলেন, 'এতবড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর। সুযোগ থাকলে জিভটা আমি টেনে নিতাম। ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিভ টেনে নেওয়ার কথা বলব না। এতো মোদি করে। বেছে বেছে দেখে নেব।বেছে বেছে সবাইকে জেলে ভরে দেব। যদি আপনি জিততেন তাহলে কি একথা বলতেন? নিশ্চয়ই বলতেন না। একথা শোভা পায় না। আমি যদি করতাম করতে পারতাম কিন্তু আমি ওটা করব না।' 

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়েই স্বরগরম রাজ্য রাজনীতি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ' এটা একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা! তাহলে দেখুন কারা সরকারে ক্ষমতায় আছে।'  

2024-04-16T15:56:59Z dg43tfdfdgfd