NARENDRA MODI: 'কংগ্রেস শাসনে হনুমান চালিশা শোনাও অপরাধের সামিল', ফের 'হাত'-কে 'একহাত' মোদীর

রাজস্থানের টঙ্ক সওয়াই মাধোপুরে হনুমান জয়ন্তীতে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর দাবি, কংগ্রেসের শাসনে হনুমান চালিশা শোনাও অপরাধের সামিল।

টঙ্ক সাওয়াইয়ের মাধোপুরে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় মোদী দাবি করেন রাজস্থানে ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস সেরাজ্যে রাম নবমী পালনও নিষিদ্ধ ঘোষণা করে। মোদীর কথায়, 'কংগ্রেসের শাসনে হনুমান চালিশা শোনাও একপ্রকার অপরাধ। রাজস্থান ভুক্তভোগী। এই প্রথমবার রাম নবমীর দিন রাজস্থানে শোভাযাত্রা বেরোয়। রাজস্থানের মতো রাজ্য়ে যেখানকার বাসিন্দারা সর্বদা রাম নাম যপে সেই রাজ্য়েই কংগ্রেস রাম নবমী পালন করতে দেয়নি এক সময়।'

সমাবেশ চলাকালীন কংগ্রেস শাসিত কর্নাটকে হনুমান চালিশা শোনার অপরাধে এক দোকানদারকে হেনস্থার অভিযোগের প্রসঙ্গ তোলেন। মোদী বলেন, 'হনুমান জয়ন্তীর এই দিনে সকলকে একটি ঘটনার কথা স্মরণ করাতে চাই। কয়েক দিন আগে কংগ্রেস শাসিত কর্নাটকে এক দোকানদারকে বেধড়ক মারধর করা হয়েছিল কারণ তিনি দোকানে বসে হনুমান চালিশা শুনছিলেন।'

কংগ্রেস জনগণের কষ্টার্জিত অর্থ ছিনিয়ে নিয়ে সংখ্য়ালঘুদের মধ্যে বিতরণ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে যে মন্তব্য করেছিলেন মোদী সেই কথা রেশ ধরেই মঙ্গলবার তাঁর দাবি, 'সত্যি কথা বলায় আতঙ্কে রয়েছে কংগ্রেস সহ বিরোধী জোট ইন্ডিয়া।' মোদী বলেন, 'এর আগে আমি রাজস্থানে সারা দেশের কাছে কিছু সত্যি কথা তুলে ধরেছিলাম। আর এতেই কংগ্রেস এবং INDI জোট আতঙ্কিত হয়ে পড়েছে। কংগ্রেস যে আপনাদের সম্পত্তি কেড়ে নিয়ে বিশেষ লোকেদের মধ্যে বিতরণ করার ষড়যন্ত্র করছে সেই বিষয়ে সকলের সামনে সত্য তথ্য তুলে ধরেছি।'

বিরোধীরা অবশ্য নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র নিন্দা করেছে। রবিবার রাজস্থানে একটি নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যুদ্ধের সূত্রপাত করে। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ বিতরণ করবে 'যাদের বেশি সন্তান রয়েছে' তাদের কাছে। মঙ্গলবারের সমাবেশের বিরোধীদের উদ্দেশ্যে মোদীর আক্রমণ, 'যখনই আমি ওদের রাজনীতির কৌশল ফাঁস করলাম তখনি ওরা আমার উপর রেগে গেল, মোদীকে গালাগালি দিতে শুরু করল। কংগ্রেসের কাছে জানতে চাই তারা সত্যকে কেন এত ভয় পায়? কেন কংগ্রেস নিজেদের নীতিকেই আড়াল করতে চাইছে? যখন আপনারা নিজেরাই নীতিই তৈরি করেছিলেন তখন তা গ্রহণ করতে কীসের এত ভয়? যদি আপনাদের সাহস থেকে তবে তা গ্রহণ করুণ আমরা আপনাদের মুখোমুখি হতে প্রস্তুত।'

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-23T09:36:49Z dg43tfdfdgfd