NARENDRA MODI : মোদীর সভার মাঠ নষ্টের অভিযোগ

এই সময়, জগদ্দল: যে মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী সেই মাঠ কিনা খোঁড়া! শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। ঘটনাস্থল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জগদ্দল অঞ্চল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আগামী ১২ মে ব্যারাকপুর লোকসভায় দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জগদ্দল জিলিবি মাঠে জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপির অভিযোগ, ওই মাঠ সম্প্রতি ইচ্ছাকৃত ভাবে জেসিবি মেশিন দিয়ে খুঁড়ে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভা বানচাল করার জন্যই তৃণমূল এ কাজ করেছে। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ওই মাঠ পরিদর্শনে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং। ওই সময় ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াও প্রস্তাবিত ওই মাঠ পরিদর্শনে যান। বিদায়ী সাংসদের অভিযোগ শোনেন পুলিশ কমিশনার।

অর্জুন বলেন, ‘প্রধানমন্ত্রী আসবেন জেনেই তৃণমূল এ সব করছে। ভাটপাড়া পুরসভা জেসিবি মেশিন লাগিয়ে মাঠ খুঁড়ে দিয়েছে। কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যাবে না।’ বিষয়টি নিয়ে অর্জুন লিখিত অভিযোগও জানিয়েছেন। যদিও স্থানীয় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘যে মাঠটির কথা বলা হচ্ছে, সেখানে প্রচুর ছেলেমেয়ে খেলা করে। মাঠটি এবড়ো খেবড়ো থাকায় স্থানীয়দের দাবি মেনেই সেটি সমান করার জন্য সংস্কার করা হচ্ছিল। অনেক আগে থেকেই ওই কাজ শুরু হয়েছে। এখন শুনছি ওখানে প্রধানমন্ত্রী আসবেন। তাই কাজ বন্ধ আছে আপাতত। প্রধানমন্ত্রী আসার আগে যাতে মাঠটিকে সমান করে আগের অবস্থায় পুরসভা ফিরিয়ে দিতে পারে তার চেষ্টা তারা করছে।’ পুলিশ কমিশনারও বিষয়টি নিয়ে পুরসভার সঙ্গে কথা বলেন। পরে তিনি জানান, ‘পুরসভার পক্ষ থেকে সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। আপাতত তাদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

অন্যদিকে, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে আগামী ১৫ মে টিটাগড় বড়পোল থেকে ব্যারাকপুর জাফরপুর মোড় পর্যন্ত রোড শো করার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী শুক্র ও শনিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রচারে আসবেন ফিরহাদ হাকিম। সভা করতে আসবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। যদিও সেই সভার স্থল, দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্ব।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-08T07:11:40Z dg43tfdfdgfd