POONCH TERROR ATTACK: ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা, পুঞ্চে হামলায় সন্দেহভাজন ২ জঙ্গির ছবি প্রকাশ

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২ পাকিস্তানি জঙ্গির ছবি প্রকাশ করা হল। জঙ্গিদের সন্ধান দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে। ছবি প্রকাশ করায় এবং মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করায় জঙ্গিদের খোঁজ পাওয়া যাবে বলে আশা করছেন নিরাপত্তারক্ষীরা। শনিবার সন্ধেবেলা পুঞ্চে বায়ুসেনার ২টি গাড়ি ঘিরে ধরে নির্বিচারে গুলি চালাতে থাকে জঙ্গিরা। এই হামলায় বায়ুসেনার কর্পোরাল ভিকি পাহাড়ে প্রাণ হারান। ৪ জন বায়ুসেনা কর্মী জখম হন। এই জঙ্গি হামলার পর থেকেই সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। জঙ্গিদের খোঁজে সশস্ত্র বুলেটপ্রুফ গাড়ি ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত পাকিস্তানি জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি। এই কারণেই স্কেচ প্রকাশ করে পুরস্কার ঘোষণা করা হল।

2024-05-06T18:23:47Z dg43tfdfdgfd