PRIYANKA GANDHI: 'বাবা উত্তরাধিকার হিসেবে পেয়েছেন আত্মবলিদান,' মোদীর আক্রমণের জবাব প্রিয়াঙ্কার

উত্তরাধিকার হিসেবে নরেন্দ্র মোদীর আক্রমণের জবাব দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সম্প্রতি মোদী দাবি করেছেন, ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির উপর থেকে কর তুলে দেন প্রধানমন্ত্রী হওয়া রাজীব গান্ধী। কারণ, তাঁর ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা উত্তরাধিকার সূত্রে ইন্দিরার সম্পত্তি পান। এরই জবাবে মধ্যপ্রদেশের মোরেনায় এক জনসভায় প্রিয়াঙ্কা দাবি করেছেন, ‘মোদীজি যখন ডায়াসে দাঁড়ান এবং আমার বাবাকে বিশ্বাসঘাতক বলেন, যখন তিনি বলেন, আমার বাবা তাঁর মায়ের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে নেওয়ার জন্য আইন বদলে দেন, তিনি বুঝবেন না, আমার বাবা উত্তরাধিকার সূত্রে কোনও সম্পদ পাননি। তিনি শুধু আত্মবলিদানের ভাবনাই পেয়েছিলেন।’

2024-05-02T19:08:30Z dg43tfdfdgfd