RAHUL GANDHI'S DISQUALIFICATION: সাংসদপদ বাতিল হওয়ার পর রাহুলের টুইটার বায়োতে চমক, সত্যগ্রহ কর্মসূচি কংগ্রেসের

গত শুক্রবার সংসদপদ বাতিল হয়েছে রাহুল গান্ধীর। এরপর গতকাল তিনি সংবাদ সম্মেলন করে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ শানান। তিনি বলেন, 'আমাকে চুপ করিয়ে রাখা যাবে না'। তাঁর দাবি, আদানি নিয়ে সংসদে তাঁর ভাষণের 'ভয়ে' তাঁর সাংসদপদ বাতিল করা হয়েছে। এই আবহে সাংসদপদ বাতিলের বিষয়টিকে যেন 'সম্মান' হিসেবে গ্রহণ করেছেন রাহুল গান্ধী। নিজের টুইটার বায়োতে 'সগর্বে' তিনি লিখেছেন - 'ডিসকোয়ালিফায়েড এমপি'। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাঁর প্রতি হওয়া 'অবিচার' মানুষের সামনে তুলে ধরতেই রাহুল এই 'শাস্তি'কেই নিজের হাতিয়ার করে তুলেছেন। (আরও পড়ুন: অনশন তোলার পরপরই ডিএ আন্দোলনকারীদের বড় শাস্তি, নয়া নির্দেশিকা জারি সরকারের)

এদিকে রাহুলের সাংসদপদ বাতিলের প্রতিবাদে আজ দিনভর 'সত্যাগ্রহ' পালন করবে কংগ্রেস। নয়াদিল্লিতে গান্ধী মূর্তির পাদদেশে বসবেন কংগ্রেস নেতারা। এছাড়াও দেশের সব রাজ্য এবং জেলার প্রতিটি কংগ্রেসের প্রধান কার্যালয়ে কংগ্রেসের নেতা-কর্মীরা সত্যাগ্রহ করবেন। জানা গিয়েছে, আজ সকাল ১০টা থেকে এই সত্যাগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই সত্যাগ্রহ। রাজধানীতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা রাজঘাটে ধরনায় বসেন।

আরও পড়ুন: মেঘের ওপর দিয়ে ১০০ কিমি বেগে ছুটবে বন্দে ভারত! বড় ঘোষণা রেলের

এদিকে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, 'আদানিজির পরিকাঠামোর ব্যবসা আছে, কিন্তু ব্যবসায় খাটানো টাকা তাঁর নয়। আমি শুধু জানতে চেয়েছিলাম এই ২০ হাজার কোটি টাকা কার? মিডিয়ার রিপোর্ট থেকে তথ্য নিয়েছি। নরেন্দ্র মোদী ও আদানির সম্পর্ক নতুন নয়। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই এই সম্পর্কের শুরু। বিমানে বসে থাকা নরেন্দ্র মোদীর ছবি দেখালাম। আমার বক্তৃতা মুছে ফেলা হল। আমি স্পিকারের কাছে বিস্তারিত চিঠি লিখেছি এরপর।'

প্রাক্তন কংগ্রেস সভাপতি এরপর বলেন, 'সংসদে বক্তব্য রাখা আমার অধিকার। কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছিল না। আমি স্পিকার স্যারের চেম্বারে গিয়ে জিজ্ঞেস করলাম, কেন তিনি আমাকে কথা বলতে দিচ্ছেন না। তিনি হেসে বললেন যে তিনি আমাকে বলেতে দিতে পারবেন না। তিনি আমাকে তাঁর সাথে এক কাপ চা খেতে বললেন এরপর।' রাহুল বলেন, 'আমি এখানে জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে এসেছি। আমি তাঁদের ভয় পাই না। এটা আমার ইতিহাসে নেই। আদানি এবং নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক কী, তা আমি জিজ্ঞাসা করতে থাকব।'

রাহুলের অভিযোগ, 'সংসদে ফের যাতে আদানিকে নিয়ে কোনও ভাষণ দিতে না পারি, তার জন্যই আমার সাংসদপদ বাতিল করা হল। আদানিজিকে নিয়ে ফের কী না কী বলব, তাতে ভয় পেয়েছেন মোদী। তাঁর চোখে আমি ভয় দেখতে পেয়েছি। তাই আমাকে আর সংসদে দেখতে চান না তিনি। প্রথমে তাই নজর ঘোরানো হল। তার পর আমার সাংসদপদ বাতিল করা হল। মোদী এবং আদানি, এই দু'জনের মধ্যে গভীর সম্পর্ক। ভুয়ো সংস্থা মারফত ২০ হাজার কোটির বিনিয়োগ হল কীভাবে? প্রতিরক্ষা সংস্থার তরফে বিনিয়োগ হল কীভাবে? প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও এর কোনও জবাব নেই।'

2023-03-26T06:42:06Z dg43tfdfdgfd