জ্যোতিষশাস্ত্র বলছে চাকরিপ্রার্থী এবং ব্যবসায়ী উভয়ের জন্যই সামনের সপ্তাহটি গুরুত্বপূর্ণ। মার্চের তৃতীয় সপ্তাহ (Saptahik Rashifal Bengali) অর্থাৎ ১৯ থেকে ২৬ মার্চ সময়টি কিছু রাশির জন্য বড়সড় উপহার নিয়ে আসতে চলেছে (Saptahik Rashifal March 2023)। সেই সমস্ত রাশির মানুষদের ব্যবসায় লাভ, চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই সময়টি কোন কোন রাশির জন্য সুসময় আনতে চলেছে।
মেষ রাশি (Aries) : সাপ্তাহিক রাশিফল অনুযায়ী মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শুভ। আয় বাড়বে। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। ব্যবসায় অগ্রগতি হবে। লাভ বাড়বে। বড় কোনও বিষয়ে জয়লাভ হতে পারে।
বৃষ রাশি (Taurus) : সাপ্তাহিক রাশিফল অনুযায়ী আর্থিক লাভ হবে। ঋণ থেকে মুক্তি পাবেন। নতুন চাকরির প্রস্তাব পাবেন। ব্যবসায় পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবে।
মিথুন রাশি (Gemini) : সাপ্তাহিক রাশিফল অনুযায়ী এই সময়টি মিথুন রাশির মানুষদের জন্য খুবই উপকারী। উন্নতি, অর্থ, সম্মান এবং পারিবারিক সুখের মুখ দেখতে পারেন। আধিপত্য বাড়বে। এটি একটি আনন্দের সময় হয়ে উঠবে।
সিংহ রাশি (Leo) : সাপ্তাহিক রাশিফল অনুযায়ী ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আয় ভাল থাকবে। যে কোনও পুরস্কার পাওয়া যাবে। যাঁরা চাকরি করছেন তাঁরা প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা সাফল্য পাবেন।
তুলা রাশি (Libra) : সাপ্তাহিক রাশিফল অনুযায়ী কর্মক্ষেত্রে দ্রুত সাফল্য আসবে। কাজের প্রতি আগ্রহ বাড়বে। আটকে থাকা টাকা পেতে পারেন। বিরোধীরা পরাজিত হবে। আয় বাড়বে, যা ভবিষ্যতে লাভ দেবে।
ধনু রাশি (Capricorn) : সাপ্তাহিক রাশিফল অনুসারে বিতর্কিত বিষয়ে জয়লাভ হবে। অর্থ লাভেরও সম্ভাবনা। আয় বাড়বে। চাকরিতে পদোন্নতি হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখও মিলবে।
মীন রাশি (Pisces) : সাপ্তাহিক রাশিফল বলছে আয় বাড়তে থাকবে। সমস্ত পরিকল্পনা সফল হবে। চাকরিতে দায়িত্ব বাড়বে। যে কোনও বড় টেন্ডার পাওয়া যাবে। আকস্মিক কোনও সফরেও যেতে পারেন।
আরও পড়ুন - গুরুর গমনে বিপরীত রাজযোগ, ৫ রাশির ভাগ্যে অফুরান সম্পদপ্রাপ্তি
2023-03-17T14:27:05Z dg43tfdfdgfd