SILIGURI NEWS: তৃণমূল ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যায় কাজ, ৯ বছর পর মহানন্দা বাঁচাতে শিলিগুড়িতে আবার শুরু সুয়ারেজ প্ল্যান্ট তৈরি

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির কাজ মাঝপথে থমকে যায়। ওই সময় এসজেডিএ-তে ২০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠায় সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। এই প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ি শহরের সমস্ত নিকাশিনালার জল পাইপের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্টে এনে শোধন করে মহানন্দায় ফেলার পরিকল্পনা করা হয়েছিল। সেইমতো ফুলবাড়িতে একটি, নৌকাঘাট মোড়ে একটি এসটিপি তৈরি করা হয়েছিল। কিন্তু গত ৯ বছর ধরে কাজ বন্ধ থাকায় দূষণ কমার বদলে মহানন্দার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

2023-03-18T13:34:44Z dg43tfdfdgfd