SMUGGLED GOLD SEIZED IN SILIGURI: শিলিগুড়িতে আটক দেড় কোটির চোরাই সোনা, গ্রেফতার ৩

Smuggled Gold Seized In Siliguri: শিলিগুড়ি থেকে উদ্ধার প্রায় ৩ কোটি টাকা মূল্যের সোনা। প্রাথমিক তদন্তে যে তথ্য সামনে এসেছে তাতে জানা গিয়েছে, এই সোনা বৃন্দাবনে পাচার হওয়ার কথা ছিল। তার আগেই শিলিগুড়ি থেকে তিনজনকে গ্রেফতার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দারা (DRI)। এরা রাজস্থান ও মথুরার বাসিন্দা।

আরও পড়ুনঃ আয়া-খদ্দের সেজে শিলিগুড়িতে শিশু-পাচার চক্রের পর্দাফাঁস করল পুলিশ

গোয়েন্দা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধৃতদের নাম মুরারিলাল সোনি, সোনপাল সাইনি এবং শ্রী বৈজু।মুরারিলাল রাজস্থানের বাসিন্দা এবং বাকি দুজন মথুরার বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা এয়ারপোর্ট মোড়ে অভিযান চালিয়ে একটি চার চাকার গাড়ি আটক করে তল্লাশি নেয় ডিআরআই। তল্লাশিতে গাড়ির ভেতরে একটি বিশেষ চেম্বার পাওয়া যায়। এরপর সেই চেম্বার খুলতেই সেখান থেকে ২৩ পিস সোনার বিস্কুট উদ্ধার হয়। যার কোনও বৈধ নথি ছিল না। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে ডিআরআই।

আরও পড়ুনঃ 

ডিআরআই পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা জানিয়েছেন, ডিআরআই একটি গাড়ি থেকে ২ কেজি ৬৬৮ গ্রাম সোনা উদ্ধার করেছে। যার বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ টাকার বেশি। উদ্ধার হওয়া সোনা দুবাইয়ের। ধৃতরা শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ব্যক্তি রাজকুমার আগরওয়ালের কাছ থেকে বিদেশী সোনা কেনার জন্য একটি চুক্তি করা হয়েছিল বলে জানা যায়। এরপর ব্যক্তিকে কিছু টাকাও দেয় তারা। এরপর সোনা নেওয়ার জন্য বৃন্দাবন থেকে শিলিগুড়ি পৌঁছয়। সোনা নিয়ে বৃন্দাবন যাওয়ার আগেই ডিআরআই দল তাদের গ্রেফতার করে। ধৃত ৩ জনের বয়ানের ভিত্তিতে রাজকুমার আগরওয়ালের বাড়িতেও অভিযান চালানো হয়। সেখান থেকে ২৪ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার হয়। তবে রাজকুমার আগরওয়াল আপাতত পলাতক।

2023-03-27T06:47:40Z dg43tfdfdgfd