SSC RECRUITMENT SCAM : হাইকোর্টের রায়ে খুশি নয়, শীর্ষ আদালতে যাচ্ছে SSC

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে বড় খেল রাজ্য সরকার। ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করেছে আদালত। এর ফলে প্রায় ২৬ হাজার জনের চাকরি গেল। আদালতের কড়া নির্দেশ, মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরতের নির্দেশ দিতে হবে। কলকাতা হাইকোর্টের এই রায় জানার পর সাংবাদিক বৈঠক করল এসএসসি। 

এসএসসির তরফে এদিন জানানো হয়, 'সিবিআই যে তদন্ত করছিল, তাতে মোটামুটি ৫ হাজার জনের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছিল। আর চাকরি করছিলেন ২৪ হাজারের বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মী । তাহলে এই ৫ হাজার বাদ দিয়ে বাকি ১৯ হাজার জনের চাকরি যাওয়ার বিষয়ে আদালত কী যুক্তি দিচ্ছেন, তা জানতে হবে।' এই কারণেই আদালতের রায়ে খুশি নয় এসএসসি। এরপর তারা শীর্ষ আদালতে যেতে চায়। 

যদিও এসএসসি-র মত, পুরো রায় না পড়ে তিনি কিছু বলতে চান না। কারণ আদালত পুনর্মূল্যায়ন নিয়ে কী রায় দিচ্ছে, সেটাও দেখতে হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

2024-04-22T08:10:18Z dg43tfdfdgfd