WEST MIDNAPORE NEWS: বাদাম মনে করে ভেরেণ্ডা ফল খেয়ে অসুস্থ পশ্চিম মেদিনীপুরের একদল শিশু
ফল খাওয়ার কয়েক ঘন্টা পর থেকেই শুরু হয়ে যায় প্রতিক্রিয়া! অসহ্য বমি এবং পেটের যন্ত্রণায় কাতরাতে থাকে কয়েকজন শিশু। ২-৩ জন আবার স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরই তাদেরও বমি ও পেটের যন্ত্রণা শুরু হয়।