অনন্ত সময়ের মানচিত্র

মানচিত্র কত রকমের হয়? দেশের মানচিত্র হয়, রাজনীতির মানচিত্র হয়, ইতিহাসের মানচিত্র হয়, ধর্মের মানচিত্র হয়, সংস্কৃতির মানচিত্র হয়, ভাষার মানচিত্র হয়। এই বিপুলা পৃথিবীর, অনাদি অনন্ত সময়ের প্রেক্ষিতে মানচিত্র একটা চিহ্ন। যুগের চিহ্ন। একটা চেষ্টা, দুনিয়া নামক খোয়াব গাঁ-টির আদি থেকে বর্তমানকে সন্ধান করার চিহ্ন এই মানচিত্র।

আজ আমরা দেশ-দুনিয়ার যে মানচিত্র দেখি, তা নেহাতই আজকের। আগের মানচিত্র এমন ছিল না, পরের মানচিত্রও এমন থাকবে না। এমনকী পৃথিবীর স্থলজলমরুভূমির মানচিত্রও আজ যেমন, আগে তা ছিল না। ফলে, আমাদের রোজের জীবনে মাঝেমধ্যে পুরনো মানচিত্র দেখা মানে, নিজেদের উৎস অতীতকে খুঁজে দেখা। এলেম আমি কোথা হতে?

শুধু যে অতীতকে দেখে বিস্মিত হওয়া তা নয়, প্রাচীন মানচিত্রের রূপরেখা অঙ্কন আমাদের ধারণা দেয় বৃহদার্থে শুধু সেই সময়ের বিষয়ে নয়, সেই সময়ের শিল্পকলা, বৈজ্ঞানিক বোধ সম্পর্কেও। কারণ মানচিত্র আঁকা খুব সহজ কাজ নয়। ঔপনিবেশিক যুগের আগে, প্রযুক্তির উন্নতি হওয়ার আগে, মানচিত্র আঁকার জন্য লাগত বিশেষ জ্ঞান, বিশেষ অঙ্কের জ্ঞান, বিশেষ জ্যামিতির ধারণা।

বহু বহু বছর ধরে মানুষের বহু বহু প্রজন্মের জ্ঞানচর্চার ফসল প্রাচীন মানচিত্রগুলি, যেখানে ব্যবহার করা হয়েছে প্রাচীন জ্ঞান, যা আজকের ইউরোকেন্দ্রিক জ্ঞান নয়। বরং অন্য জ্ঞান। সেই জ্ঞান কী ভাবে বহু বহু শতাব্দী ধরে মানুষকে প্রভাবিত করেছে, বিকশিত করেছে, সেই আশ্চর্য বোধও আমাদের তাড়া করে।

আর আমরা উপলব্ধি করি, যা আমরা এখন সবচেয়ে ‘উন্নত’ বলে ভাবি, যে চিন্তাকে ‘ঠিক’ বলে মনে করি, তার বাইরেও রয়েছে, ছিল চিন্তা চেতনার জগৎ। যা আমাদের মতো নয়, অন্য কালখণ্ডের। নিজেকে সেই সময়ে, সেই অসীম অনন্ত সময়ের মধ্যে তুচ্ছ মনে হয়, নগণ্য মনে হয়। এই নগণ্য বোধের বিস্ময়ের আনন্দ যে অনুপম।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-03-27T15:47:53Z dg43tfdfdgfd