অনুষ্ঠানে খাওয়াই কাল হল! বিষক্রিয়ায় অসুস্থ ৭০, হাসপাতালে ভর্তি ৩০, কী ছিল খাবারে

বসিরহাট: খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ৭০। হাসপাতালে ভর্তি ৩০। বসিরহাটের হিঙ্গলগঞ্জের ঘুমটি এলাকার ঘটনা। এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গ্রামের বহু মানুষ সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে খাওয়ার ব্যবস্থা করা হয়। খাওয়ার পর গ্রামবাসীরা একে একে অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই লাফিয়ে বাড়ে ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা।

মোট ডায়রিয়া আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত ৭০ জন। সময় যত গড়িয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ভোর থেকে এখনও পর্যন্ত পেট খারাপ, বমি, জ্বর ও পেটের ব্যথা নিয়ে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে প্রায় ৩০ জন ভর্তি।

আরও পড়ুন: এই বছরই প্রথম ভোট? কীভাবে দিতে হয়? সহজে শিখে নিন মুঠোফোনেই, চালু বিশেষ অ‍্যাপ

আরও পড়ুন: ভয়ঙ্কর তাপপ্রবাহের পরিস্থিতি! এর মধ্যে ট্র্যাফিক কর্মীদের বাঁচাতে ‘সামার কিট’ কমিশনারের

অসুস্থ হয়ে গ্রামে বেশ কয়েকজন রয়েছে। সকাল থেকে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে একে একে শিশু, মহিলা ও পুরুষরা ভর্তি হয়েছেন। চিকিৎসকরা অনুমান করছেন, খাদ্যে বিষক্রিয়ার জন্য ডায়েরিয়া হয়েছে।গ্রামেও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য গ্রামে একটি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে আক্রান্তদের দেখতে যান হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক দাঁ।

জুলফিকার মোল্যা

2024-04-19T08:13:26Z dg43tfdfdgfd