অমলকান্তি

মনে পড়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’ কবিতাটি? ‘সেই অমলকান্তি— রোদ্দুরের কথা ভাবতে-ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল?’ গড্ডলিকা প্রবাহের বাইরে থাকা এক ব্যতিক্রমী চরিত্র। সে রোজ দেরি করে ক্লাসে আসত। ‘শব্দরূপ’ বলতে পারত না, অবাক হয়ে জানালার বাইরে তাকিয়ে থাকত।

অমলকান্তির সহপাঠীরা কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ-বা উকিল হতে চেয়েছিল। অমলকান্তি সে সব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ‘ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,/ জাম আর জামরুলের পাতায়/ যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।’ ‘অমল’ শব্দের অর্থ শুদ্ধ বা নির্মল এবং ‘কান্তি’র অর্থ দীপ্তি।

অমলকান্তি যেন আশার দূত, যে ভালোবাসার আলো বিতরণ করতে চায়। তাই অমলকান্তিকে কোনও একটি গতানুগতিক জীবিকা বাঁধতে পারেনি। অথচ সবার ইচ্ছা পূরণ হয়েছিল, এক অমলকান্তি ছাড়া। কবি কোথাও বলেননি যে, অমলকান্তি কেন রোদ্দুর হতে পারেনি। বাস্তবে, কোনও মানুষই ‘রোদ্দুর’ হতে পারে না। পারে প্রতীকী অর্থে।

‘রোদ্দুর’ এখানে আলোর প্রতীক, আনন্দের প্রতীক। হোক না তা ভিন্ন গতে বাঁধা জনমিছিলের বিপরীত, তাতে ক্ষতি কী?

লেখাটি পাঠিয়েছেন: সোহিনী রায়চৌধুরী

নিউ বালিগঞ্জ, কসবা, কলকাতা

এমন আর কোন কোন চরিত্র আছে যাদের নামের অর্থ থেকেই মালুম হয় তাদের কীর্তিকলাপ এবং বৈশিষ্ট্য? আপনাদের এ রকম আরও চরিত্র মাথায় এলে নিশ্চয়ই হাত নেড়ে আপনার নাম এবং ঠিকানা সহ লিখে জানাবেন সঙ্গের এই ই-মেল ঠিকানায়: [email protected]

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-03-21T14:33:58Z dg43tfdfdgfd