এই লোকসভা কেন্দ্রে মূল ফ্যাক্টর লক্ষ্মীর ভাণ্ডার!

দক্ষিণ ২৪ পরগনা: শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন ২০২৪-এর মহারণ। মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭ টি বিধানসভা এলাকাই নদী বেষ্টিত। এই এলাকার মহিলা ভোটাররা কী বলছেন, তাঁদের দাবি কী সেই খোঁজ নিলাম আমরা।

দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা কেন্দ্রের অন্যতম মথুরাপুর। এখানকার ৪৯ শতাংশ মহিলা ভোটার। পুরুষরা অধিকাংশ সময় বাড়ির বাইরে মাছ ধরার কাজ করেন অথবা পরিযায়ী শ্রমিক হিসাবে পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি দেন। সারাবছর বাড়িতে থেকে সংসার সামলাতে হয় মহিলাদের। তাঁরাও মাছ ধরে অথবা অন্য কাজ করে সংসারে সাহায্য করার চেষ্টা করেন। তাঁরাই এবারের নির্বাচনে মূল ফ্যাক্টর। বাড়ির সেই মহিলাদের কী বক্তব্য তার সন্ধান‌ই উঠে এসেথছ আমাদের প্রতিবেদনে।

আর‌ও পড়ুন: গরমে জঙ্গলে আগুন লাগা ঠেকাতে পথে নামল একদল তরুণ

মথুরাপুর লোকসভার অধিকাংশ মহিলাই বলছেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তাঁরা খুবই খুশি। এই টাকাটা তাঁদের অনেক কাজে লাগছে। সংসারের টুকটাক জিনিস কেনা থেকে শুরু করে অন্য নানান কিছুতে ব্যবহার করতে পারছেন। ছেলেমেয়েদের টিউশন ফি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে অনেকেই মিটিয়ে থাকেন। ফলে মথুরাপুরের মহিলা ভোট কিছুটা রাজ্যের শাসকদলের দিকে হেলে আছে। তবে ভিন্নমত যে একেবারে নেই তেমনটাও নয়।

নবাব মল্লিক

2024-04-24T19:49:03Z dg43tfdfdgfd