ওটা কী! দিঘার সমুদ্রে ‘বিরল’ দৃশ্য, খবরটা শুনেই ছোটাছুটি পর্যটকদের!

পঙ্কজ দাশ রথী, দিঘা: আবারও মৃত ডলফিন উদ্ধার সৈকত শহর দিঘায়। শুক্রবার সকালে নিউ দিঘার যাত্রা নালা ঘাট এলাকায় দেখা গেল একটি পূর্ণ বয়স্ক মৃত ডলফিন। ডলফিনটি প্রায় ৫ফিট লম্বা, ওজন ৬০ কিলো। যা দেখতে ভিড় জমান পর্যটকরা।

সমুদ্রের ধারে ঘুরছেন পর্যটকরা। এদিক ওদিক মৎস্যজীবীরা মাছ চালাচালি করছেন। শুক্রবার সকাল। ট্রলার নিয়ে ফিরেছেন জেলেরা। এরইমধ্যে হঠাৎ নজরে এল দিঘার সমুদ্রের একেবারে পাড়ে বিশালাকার কী যেন একটা শুয়ে। সেদিকে এগিয়ে যেতেই মৎস্যজীবীরা দেখেন একটি ডলফিন মৃত অবস্থায় পড়ে আছে। প্রায় ৫ ফুট লম্বা হবে সেটি।

আরও পড়ুন: ৭১৬ কোটির মালিক! প্রথম দফার সবচেয়ে ধনী প্রার্থী কে জানেন? পরিচয় শুনে চমকে যেতে বাধ্য

ক্রমেই ভিড় জমতে শুরু করে সেই ডলফিন ঘিরে। ডলফিন দেখা গিয়েছে শুনে জীবিত নাকি মৃত সে খোঁজও করেননি কেউ কেউ। ছোটাছুটি শুরু করে দিয়েছেন এক ঝলক দেখার জন্য।

এদিন সকালে দিঘার নালা ঘাটে ভেসে আসে এই মৃত ডলফিনটি। ভালই পর্যটকের ভিড় রয়েছে সপ্তাহান্তে। সকালে সমুদ্রের ধারে ঘোরাফেরার সময় এমন দৃশ্য দেখে তো হইহই। খবর পেয়ে ছুটে আসে দিঘার বনদফতরের কর্মীরা। ডলফিনটি ময়নাতদন্তের পর দিঘার বালিয়াড়িতে পুঁতে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

2024-04-19T08:58:30Z dg43tfdfdgfd