গ্রামেও শহরের ছোঁয়া! পথচারীদের তৃষ্ণা নিবারণে দেওয়া হচ্ছে লস্যি

দক্ষিণ ২৪ পরগনা : তীব্র গরমে সাধারণ মানুষের জনজীবন নাজেহাল হয়ে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৪০ থেকে ৪২ আবার কখনও ৪৩ ডিগ্রি তাপমাত্রা দেখা গিয়েছে। তবে গত কয়েক বছরে এই ধরনের তাপমাত্রা দেখা যায়নি। আর এই গরমের মধ্যে পথ চলতি মানুষের কথা মাথায় রেখে কয়েকজন যুবক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এগিয়ে এল। কথায় আছে? জলই জীবন আর তাই জল দান হল জীবন দান। অর্থাৎ এই তীব্র গরমে তাপপ্রবাহে রাস্তায় যে সমস্ত মানুষ বেরিয়েছে, ভ্যান চালক রিক্সাচালক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে লস্যি খাওয়ালেন এই যুবকরা। এই গরমের মধ্যে একটু ঠান্ডা এই জল পেয়ে খুশি পথ চলতি মানুষরা।

আরও পড়ুন:  অবশেষে স্বস্তি, সোমবার থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে, রাজ্য জুড়ে কমতে চলেছে তাপমাত্রা

এই গরমে পথ চলতি মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এক ফোঁটা জলের জন্য আর তার উপরে উপরি এই লস্যি পাওয়ায় অত্যন্ত খুশি। এদিন জয়নগর এলাকার বহরু হাচিপুর গ্রামে কয়েকজন যুবক তাদের নিজস্ব উদ্যোগে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই কাজের উদ্যোগ হয়। এবং তারা আগামী কয়েক দিন ধরে করা হবে বলে তারা জানান।এ প্রসঙ্গে এক পথ চলতি মানুষ তিনি বলেন মূলত এই গরমে মানুষ সেভাবে রাস্তায় বেরোতে পারছে না আমার একটি প্রয়োজনে আমি বাইরে বেরিয়ে ছিলাম প্রচন্ড তৃষ্ণা পাচ্ছিল এই ছেলেগুলো এভাবে আমার হাতে এক গ্লাস ঠান্ডা লস্যি তুলে দিল খুব ভালো লাগল এবং এই গরমের মধ্যে এই কাজ অত্যন্ত ভাল কাজ এভাবে মানুষের পাশে থাকার জন্য ওই যুবকদের ধন্যবাদ জানান সবাই।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

2024-05-06T09:39:12Z dg43tfdfdgfd