দাবদাহ বাংলায়, আর বাংলারই এই জায়গায় প্রবল ঝড়বৃষ্টি!কোথায়?সমস্যায় পর্যটকরাও

বক্সা: রবিবার ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল এলাকা। বক্সা, জয়ন্তীতে প্রচুর গাছ পড়ে গিয়েছে বলে খবর। রাতভর অনেক পর্যটক হোম স্টেতে পৌঁছতে পারেননি।

সকাল থেকে এখনও রাস্তা থেকে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। বন কর্মী ও স্থানীয়দের সাহায্যে পর্যটকরা হোম স্টেতে ফিরতে শুরু করেছেন। রাজাভাতখাওয়ায় ঝড়ের কবলে পর্যটক ভর্তি গাড়ি। প্রায় ৭ ঘন্টা জঙ্গলের ভেতর আটকে থাকেন পর্যটকরা।

আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ডে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের! ভোটের মাঝে আরও অস্বস্তিতে শাসক দল

প্রসঙ্গত, তীব্র দাবদাহে যখন পুড়ছে গোটা বাংলা, ঠিক তখনই উলটো ছবি দেখা গিয়েছে আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ে। রবিবার বিকাল ৪ টার পর মুষলধারে বৃষ্টি নামতে দেখা যায় বক্সা পাহাড়ের পাদদেশ জয়ন্তী এলাকায়। রবিবার প্রচুর পর্যটক গিয়েছিলেন সেখানে। বৃষ্টি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁরা।

কিন্তু ঝড়বৃষ্টির দাপটে অসুবিধায় পড়তে হয় অনেক পর্যটককেও। রাত পর্যন্তও অনেকে আটকে ছিলেন। ধীরেধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বক্সা জয়ন্তীতে বৃষ্টি হলেও বাকি জায়গায় কবে নামবে বৃষ্টি, সেদিকেই তাকিয়ে আমজনতা।

2024-04-29T07:56:31Z dg43tfdfdgfd