দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল ১ এপ্রিল পর্যন্ত

নয়াদিল্লি: গতকালই অন্তবর্তীকালীন আবেদন খারিজ করেছিল আদালত৷ আর পরের দিন, বিশেষ সিবিআই আদালতে কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল ১ এপ্রিল পর্যন্ত৷ চার দিন পর এই মামলার পরবর্তী শুনানি করা হবে৷ তত দিন ইডি হেফাজতেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে৷ উল্লেখ্য, গত ২১ মার্চ লিকার পলিসি স্ক্যামে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল৷

এর আগে ছ’দিনের হেফাজতে কেজরিওয়ালকে নিয়েছিল ইডি৷ সেই মেয়াদ সম্পূর্ণ হওয়ায় তাঁকে নিয়ে এ বার বিশেষ সিবিআই আদালতে শেষ করা হয়৷ রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলা এদিন বিচারপতি কাবেরী বায়েওজার এজলাসে ওঠে৷ এর আগে, গত দিন দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন ছাড়ের আবেদন জানান কেজরিওয়ালের আইনজীবী, সে আবেদন নাকচ করে দেয় আদালত৷

অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে জানান, দিল্লির মুখ্যমন্ত্রী তদন্তকারী গোষ্ঠীর প্রশ্নের উত্তরে বিভ্রান্তিমূলক জবাব দিচ্ছেন৷ আপাতত তাঁকে অন্যান্য কয়েকজনের সঙ্গে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে৷ যাঁদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সময় পাঠানো হয়েছে৷ সেই কারণে ইডির তরফ থেকে আরও সাতদিনের জন্য হেফাজতে চাওয়া হয়৷ কিন্তু শেষ পর্যন্ত আদালত চার দিনের হেফাজতে পাঠায়৷

2024-03-28T10:58:05Z dg43tfdfdgfd