নতুন জীবন দিল ভারতীয়ের হৃদযন্ত্র! দেশে ফেরার অপেক্ষায় পাকিস্তানের তরুণী

চেন্নাই: প্রয়োজন ছিল হৃদযন্ত্র প্রতিস্থাপনের৷ ১৯ বছরের পাক তরুণীর প্রাণ রক্ষায় এ ছাড়া আর কোনও বিকল্প পথ খোলা ছিল না৷ কিন্তু পাকিস্তানি ওই তরুণীর পরিবারের পক্ষে চিকিৎসার এই বিপুল খরচ বহন করাও সম্ভব ছিল না৷ শেষ পর্যন্ত তাঁদের সহায় হল চেন্নাইয়ের একটি হাসপাতাল এবং সেখানকার চিকিৎসকরা৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এবং চিকিৎসকদের মহানুভবতার সম্পূর্ণ নিখরচায় পাকিস্তানি ওই তরুণীর সফল হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্ভব হয়েছে৷ আপাতত দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন ১৯ বছরের আয়েশা রাশান৷

আয়েশা পাকিস্তানের করাচির বাসিন্দা৷ হৃদযন্ত্রে সমস্যা ধরার পর তাঁকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে আসা হয়৷ চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ আয়েশার হৃদযন্ত্রের কর্মক্ষমতা কমে যাওয়ায় তাঁকে একমো সাপোর্টে রাখতে হয়৷ কিন্তু পরে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আয়েশার হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে৷

আরও পড়ুন: দিনে একশো বার প্রেমিককে ফোন, তরুণীর মস্তিষ্কে কী পেলেন চিকিৎসকরা?

চিকিৎসকরা জানিয়েছেন, অঙ্গদান প্রক্রিয়ার মাধ্যমে দিল্লি থেকে আয়েশার জন্য একটি হৃদযন্ত্রের সন্ধান পাওয়া যায়৷ সৌভাগ্যবশত, সেই সময় ওই হৃদযন্ত্রের জন্য অন্য কোনও আবেদনকারীর নাম তালিকায় ছিল না৷ ফলে বিদেশী হওয়া সত্ত্বেও আয়েশার জন্য দ্রুত হৃদযন্ত্র প্রতিস্থাপনের ব্যবস্থা করা সম্ভব হয়৷

অস্ত্রোপচারের পর আয়েশা এখন সুস্থ৷ ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখছে সে৷ শারীরিকভাবেও এখন তাঁর অনেক ভাল লাগছে বলে জানিয়েছে ওই তরুণী৷ চেন্নাইয়ের হাসপাতালের চিকিৎসক এবং স্বেচ্ছাসেবী সংস্থার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়েশার মা-ও৷

2024-04-24T17:18:40Z dg43tfdfdgfd