প্রার্থীদের কাছে এই গ্রামের বাসিন্দাদের দাবি শুনলে চমকে উঠবেন!

বীরভূম: আগামী ১৩ মে বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। তার আগে এখানকার মানুষজনের দাবি-দাওয়া কী, তাঁরা কেমন আছেন, রাজনৈতিক দলগুলোর থেকে কী চাইছেন তা নিয়ে খোঁজ নিলাম আমরা। আর সেখানেই উঠে এল এক চমকে দেওয়া ছবি।

ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের বলুর, নারায়নঘাঁটি ও আকলপুর গ্রামের মানুষের সঙ্গে কথা বলি আমরা। এখানকার গ্রামবাসীরা জানিয়েছেন, কোন দলের প্রার্থী জিতবে তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই। শুধু এলাকার উন্নয়ন চান তাঁরা। গত কয়েক বছরে এলাকায় রাস্তাঘাট, পানীয় জল সহ নানান পরিষেবার উন্নতি ঘটেছে। তবে এই কৃষি প্রধান এলাকায় জল সেচের বড় সমস্যা আছে। চাষের মরশুমে পর্যাপ্ত জল পাওয়া যায় না বলে এলাকাবাসীর অভিযোগ। আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্র থেকে জিতে যিনিই সাংসদ হন না কেন তাঁর কাছে এখানকার মানুষের একটাই দাবি, জল সেচের পরিকাঠামোর উন্নতি করার পাশাপাশি এলাকার কৃষকরা এই কাজে সোলার ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ পেতে চাইছেন। কারণ তাতে খরচ কমবে বলে তাঁদের ধারণা।

আরও পড়ুন: কালবৈশাখীর আগে সিঁদুরে মেঘ! দু’বছর আগের অভিজ্ঞতা আবার হবে না তো?

এই এলাকার গ্রাম গ্রামগুলোতে ঘুরে আমরাও দেখলাম, চাষযোগ্য জমিতে ঠিকমত জল সেচের ব্যবস্থা নেই। বাম আমলের তৈরি পাকা নালার আজ ভগ্নদশা। এখনও বিভিন্ন চাষযোগ্য জমিগুলোতে পাকা নালার অভাবে ঠিকমত হচ্ছে না চাষ।

সৌভিক রায়

2024-05-09T15:30:42Z dg43tfdfdgfd