'প্রস্তাব পেলে BJP-র হয়ে দাঁড়াতাম', কীসের প্রস্তাব জানেন? এক্সক্লুসিভ দেব

কলকাতা: লোকসভা নির্বাচনের দামামা বাজার কিছুদিন আগেই শোরগোল পড়েছিল রাজনীতি থেকে বিদায় নিতে চলেছেন দেব। ঘাটালের তৃণমূল সাংসদ দেব যদি রাজনীতিতেই না থাকেন আর তাহলে ঘাটাল মাস্টারপ্ল্যানের ভবিষ্যৎ কী? রাজনীতি থেকে বিদায় না নিয়ে ফের একবার ভোটের ময়দানে নেমেছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী। নিউজ ১৮ বাংলার এক্সক্লুসিভ ইন্টারভিউতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা-রাজনীতি নিয়ে মুখ খুললেন অভিনেতা-রাজনীতিক দেব।

ঘাটালে দেবের মামাবাড়ি। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে তাই একটু বেশিই উদ্যোগী দেব। সংসদেও একাধিকবার তাঁকে এ নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। এদিন সাক্ষাৎকারে ঘাটাল মাস্টারপ্ল্যান দেবের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে সোজাসাপটা উত্তর দিলেন দেব। তিনি বলেন, ‘সাংসদরা ভগবান না। আমিও ছোটবেলা থেকে শুনছি ঘাটাল মাস্টারপ্ল্যান। আমাকে যদি বিজেপি এসে বলত যে এটা আমরা করে দেব, তাহলে আমি ওই দলেও দাঁড়িয়ে যেতাম। কারণ মানুষের কাজ করতে হবে।’

আরও পড়ুন: গরমে শেষপাতে রোজ টক দই খাচ্ছেন? শরীরে এর ফলে কী হয় জানেন? চমকে যাবেন জানলে

দেব আরও বলেন, ‘কোনও দলে থেকে শোপিস হয়ে থাকব না। যে আমাকে কাজের সুযোগ দেবে আমি তার হয়ে কাজ করব। আমাকে মমতাদি কথা দিয়েছেন। এই মাস্টারপ্ল্যান সত্যিই রাজ্য সরকার করবে। সে কারণেই আমি ফের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। দিদির কথাতেই আমি বিশ্বাস রেখেছি।’ প্রতিপক্ষ দলের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিয়েও এদিন মুখ খোলেন দেব। তিনি বলেন, ‘হিরণ ভাবছে আমাকে ব্যক্তিগত আক্রমণ করে ভোটে জিতবে। ওরা সবাই জিততে চায়। কিন্তু সবই ৪ জুন পরিষ্কার হয়ে যাবে। এটা আমি পুরোপুরি ঘাটাল লোকসভার মানুষের হাতে ছেড়ে দিয়েছি।’

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

দেবের কথায়, সৌজন্য এমনিই আসে না। অভিনয় সারাক্ষণ করা যায় না। রাজনীতিতে দশ বছর হয়ে গিয়েছে আমার। বিরোধীদের সামান্য সম্মান জানানোটা কর্তব্যের মধ্যেই পড়ে। কাউকে আক্রমণ না করে কোনও নেতা কথাই বলতে পারে না। দাবি দেবের। মানুষ সারাক্ষণ খুঁত ধরতে ব্যস্ত। ভালটাকে চোখের সামনে রাখাটা জরুরি। কাউকে কুকথা না বলেও কাজ করা যায়। নিউজ ১৮ বাংলায় এক্সক্লুসিভ ইন্টারভিউতে বললেন তৃণমূলের তারকা লোকসভা প্রার্থী দেব।

2024-05-05T17:06:34Z dg43tfdfdgfd